পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বাজারে তুলার সরবরাহ সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশটিতে পণ্যটির দাম বেড়ে সর্বোচ্চে পৌঁছেছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রতি ৪০ কেজি বীজতুলার দাম ২০০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ রুপিতে। এছাড়া পাঞ্জাব প্রদেশে একই পরিমাণ পণ্য লেনদেন হচ্ছে ৩ হাজার ৩৫০ রুপিতে। ব্যবসায়ীরা জানান, সরকারিভাবে তুলার দাম ১৫০ রুপি বেড়ে ৬ হাজার ২৫০ রুপিতে দাঁড়াতে পারে।
তুলা বিশ্লেষক নাসেম ওসমানের মতে, সরবরাহ ঘাটতির কারণে সামনের দিনগুলোয় দাম বেড়ে প্রতি ৪০ কেজির দাম ৭ হাজার রুপিতে পৌঁছাতে পারে। অপর এক রফতানিকারক জানান, চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় সিন্ধু প্রদেশের বেশকিছু বীজ ছাড়ানোর কারখানা বন্ধ হয়ে গেছে। সূত্র : ফার্ম প্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।