পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নূরুল ইসলাম : ‘আসল’ না ‘নকল’ বোঝা কঠিন। চকচকে মোড়কে মোড়ানো পণ্য মানেই যে ‘আসল’ তা কিন্তু নয়। বরং আসলের চেয়ে ‘নকল’ পণ্যের প্যাকেট অধিক উন্নত, বেশি চকচকে। রাজধানীসহ সারাদেশেই এখন নকল পণ্যের ছড়াছড়ি। অভিজাত শপিং সেন্টার থেকে শুরু করে শহর-বন্দর, প্রত্যন্ত অঞ্চলের হাটবাজার পর্যন্ত সর্বত্রই নকলের বাহার। নকলের ভিড়ে আসল পণ্য এখন অনেকটাই উধাও। শিশুদের চকোলেট ও গুঁড়োদুধ, ঘি, আটা, তেল, সাবান, মধু, মসলা, দই, মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন খাদ্যসামগ্রী, নিত্যব্যবহারের কসমেটিকস, এনার্জি সেভিং বাল্ব, মোবাইল ফোন, টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী, গাড়ি ও কম্পিউটারের পার্টস এমনকি গানের সিডিও নকল হচ্ছে। নকল সামগ্রী মানেই কোনো ব্র্যান্ডেড কোম্পানীর সামগ্রী হুবহু প্যাকেট করে বাজারজাত করা। চোখ ধাঁধানো নকল সামগ্রীর ঝকমকে প্যাকেটের সামনে আসল পণ্য পাত্তাই পায় না। হাইটেক সামগ্রীসহ সব ধরনের নকল পণ্য রাজধানীর ফুটপাতেও পাওয়া যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে জীবন রক্ষাকারী ওষুধও। রাজধানী ও এর আশপাশ এলাকাগুলোতে নকল কারখানায় তৈরি ওরস্যালাইনে হাটবাজার, ফার্মেসী সয়লাব। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন উপদেষ্টা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: আব্দুর রহমান (পিএইচডি) বলেন, নকলের প্রবণতা বন্ধ করতে হলে আইনের সঠিক প্রয়োগসহ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার। আমরা যারা ভোক্তা তারা যদি সচেতন হয়ে সংঘবদ্ধভাবে নকল পণ্য বা ভেজাল খাদ্যকে বর্জন করি তাহলে কিন্তু এর দাপট আর থাকবে না। যারা অধিক মুনাফার আশায় এগুলো তৈরি করছে তারা নিরাশ হতে হতে একদিন এই ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবে।
রাজধানীসহ সারাদেশেই বাহারি নকল পণ্য বিক্রি হচ্ছে প্রকাশ্যে। পুরান ঢাকার চকবাজার, লালবাগ ও কেরানীগঞ্জের অলিগলিতে প্রস্তুতকৃত নকল ও নিম্নমানের সাবান, চন্দন, মেছতা-দাগনাশক বিভিন্ন ক্রিম, নানা প্রসাধনী, তেল, পারফিউম সবকিছুই পাইকারি ও খুচরা বিক্রিও হচ্ছে। এসব নকল সামগ্রীর প্যাকেট বা বোতলে সাঁটানো বিভিন্ন দেশের লেভেল। রকমারি বিদেশী পণ্যের সমারোহে চোখ ধাঁধিয়ে যায়। পৃথিবীর যত নামকরা ব্র্যান্ডের প্রসাধন সামগ্রী সবই তৈরি হচ্ছে ঢাকা ও আশপাশ এলাকার কারখানায়। চেয়ে পাওয়া যাবে না এমন কোনো জিনিসই নেই। অভাব শুধু আসল জিনিসটির।
বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত চকবাজারে প্রায় ৫৩ ধরনের নকল প্রসাধনীর অস্তিত্ব পেয়েছিল। মাঝে মধ্যেই এখানে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। তাতেও থেমে নেই এখানকার নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ। বিএসটিআই-এর এক কর্মকর্তা জানান, চকবাজারের খান মার্কেটে অভিযান চালিয়ে বেশ কিছুসংখ্যক ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে। মালিক সমিতির কিছু ব্যবসায়ী নকল সামগ্রীর ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকারও করেছিলেন। কিন্তু বন্ধ করা যায়নি নকলের তৎপরতা। অনুসন্ধানে জানা গেছে, এখন চীনের তৈরি খেলনা সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব সামগ্রীর নকলের মহোৎসব চলছে। ঢাকার বাইরে এগুলো চলে বেশি। চকবাজার থেকেই পাইকাররা সেগুলো কিনে নিয়ে যায়। দেশের গ্রাম-গঞ্জ, হাট-বাজারে ‘চায়না’ বলেই বিক্রি হয় এসব। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরান ঢাকার নকল কারখানাগুলোর দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হওয়ার পর অনেক নকল কারবারী সেখান থেকে কারখানাগুলো অন্যত্র সরিয়ে নিয়েছে। এর মধ্যে কিছু কারখানা কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে। আবার সেখানেও নিরিবিলিতে ধরা পড়ার ভয়ে কেউ কেউ যাত্রাবাড়ী, ডেমরা ও মুগদার ব্যস্ত ও ঘিঞ্জি এলাকাকে বেছে নিয়েছে। যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে অনেক আগে থেকেই আছে নকল ফ্যানসহ ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরির কারখানা। রায়েরবাগে আছে নকল খাঁটি গাওয়া ঘি, মধু, দই ও মিষ্টির কারখানা। যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকাতেই নকল ক্যাবল তৈরির কারখানা আছে কমপক্ষে ৫০টি। দনিয়া ও পাটেরবাগ এলাকায় নকল মশার কয়েল, ঘি, গুড়, হারপিক, খাবার স্যালাইন, ভিটামিন ওষুধ, সুইস, ছকেট, হোল্ডার কারখানা আছে বেশ কয়েকটি। আছে শতাধিক নকল মিনারেল ওয়াটারের কারখানা। মুগদাতে নকল সোয়াবিন তেল থেকে শুরু করে নকল ডিটারজেন্ট পাউডার পর্যন্ত তৈরি হচ্ছে অবাধে। সূত্র জানায়, নকল কারখানাগুলো থেকে মুগদা থানা পুলিশের নামে মাসোহারা যায় লাখ টাকার বেশি। এ কারণে এসব কারখানা বন্ধ হয় না। পুরান ঢাকার নর্থ সাউথ রোডের অলি-গলিতে তৈরি হচ্ছে নকল টিভি, ফ্রিজ, এনার্জি সেভিং বাল্ব, মোটর, ফ্যান, এয়ারকন্ডিশন মেশিনসহ বিভিন্ন দামি ইলেকট্রিক সামগ্রী।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিউটিশিয়ানরা জানিয়েছেন, নকল প্রসাধনী সামগ্রী ব্যবহারে ত্বকের সমস্যা জটিল হয়, দেহে ছড়িয়ে পড়ে নানা ধরনের রোগ। নকলবাজরা এসব তৈরিতে এসিড, পানি, মোম, সুগন্ধি ও পারফিউমের অতিরিক্ত ব্যবহার করে থাকে। মোমের পরিমাণ বেশি হলে তা ত্বকে ঢুকে লোমকূপ বন্ধ করে দেয়। ফলে মেছতা, ব্রন, ফাঙ্গাসজাতীয় রোগের সৃষ্টি হচ্ছে। মার্কারিযুক্ত প্রসাধনী ব্যবহারে সরাসরি স্কিন ক্যান্সারের আশঙ্কা থাকে। নকল প্রসাধনী তৈরিতে নিম্নমানের ভেজাল সামগ্রী ব্যবহার করায় চুলকানি, ফোস্কা পড়া, ত্বকের প্রদাহ, সংক্রমণ এসব নানা উপসর্গ দেখা দিতে পারে।
একশ্রেণীর অসাধু ব্যবসায়ী জেনেশুনেই অতি লাভের আশায় এসব পণ্য কিনে বিক্রি করেন। শুধু প্রতারিত হন ব্যবহারকারী বা ক্রেতারা। থাইল্যান্ডের বিখ্যাত হেড অ্যান্ড শোল্ডার, যুক্তরাষ্ট্রের তৈরি প্যান্টিন প্রো-ভি শ্যাম্পু ও ডাভ ক্রিম বা ভারতের গার্নিয়ার শ্যাম্পুসহ বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, লিপস্টিক, লোশন দেদারছে বিক্রি হচ্ছে রাজধানীর চকবাজার ও মৌলভীবাজারে। সেখানকার শতাধিক পাইকারি দোকানে এসব পণ্য মূল দামের অর্ধেক দামে বিক্রি হচ্ছে। তবে এগুলো সবই নকল। কিন্তু পণ্যের প্যাকেট বা বোতল ভালভাবে পর্যবেক্ষণ করেও আসল-নকল বোঝার উপায় থাকে না।
অনুসন্ধানে দেখা গেছে, সকল নকল পণ্যের দাম অনেক কম মূল্যে বিক্রি হলেও একটার ক্ষেত্রে ব্যতিক্রম। নকল বলেই একটি জিনিসের দাম আসলের চেয়ে বেশি। সেটি হলো ওজন মাপার বাটখারা। অধিক মুনাফার লোভে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ওজনে কম দিতে দোকানে ব্যবহার করেন নকল বাটখারা। কাপ্তানবাজার এলাকায় আড়াই কেজি, এক কেজি, পাঁচশ’ গ্রাম, আড়াইশ’ গ্রাম, দুইশ’ গ্রাম, একশ’ গ্রাম ও পঞ্চাশ গ্রামের একসেট আসল বাটখারা কিনতে আটশ’ টাকা লাগে, কিন্তু একসেট নকল বাটখারা কিনতে হয় ১২-১৩শ’ টাকায়।
ভুক্তভোগীদের মতে, বিএসটিআই-এর নির্লিপ্ততাই নকল সামগ্রীর দাপটের জন্য দায়ী। শিল্প মন্ত্রণালয়ের অধীন সরকারের গুরুত্বপূর্ণ এই বিভাগটি যুগ যুগ ধরে জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়িয়ে চলছে। ভুক্তভোগীরা মনে করেন, বিএসটিআই’র অভিযান অব্যাহত থাকলে নকল পণ্যের দাপট কমতে বাধ্য। জানতে চাইলে বিএসটিআইয়ের সহকারী পরিচালক রেজাউল হক বলেন, একথা ঠিক যে, আমাদের জনবল সংকট রয়েছে। তাই বলে বিএসটিআই যে বসে আছে তা কিন্তু নয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিএসটিআই’র অভিযানের কারণেই কিন্তু ভেজাল বলেন আর নকলই বলেন এ ধরনের তৎপরতা আগের চেয়ে অনেকটাই কমেছে।
কনজুমার কেয়ার সোসাইটির (সিসিএস) উপদেষ্টা প্রফেসর ডা: আব্দুর রহমান (পিএইচডি) বলেন, নকল পণ্য কিনে আমরা যেমন প্রতারিত হচ্ছি তেমনি ভেজাল খাদ্য খেয়ে আমরা নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। নকলের প্রবণতা আমাদের দেশের তৈরি পণ্যের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। ভেজালের প্রভাবে আমাদের দেশে কিডনি, হার্ট, ফুসফুসসহ বিভিন্ন রোগের প্রভাব আশংকাজনক হারে বেড়ে গেছে। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে ফরমালিন বা কার্বাইড মেশানো হয় খাদ্যকে সংরক্ষণ করার জন্য। কিন্তু সেটা করছে অশিক্ষিতরা। তারা না বুঝেই পরিমাণ বেশি দিচ্ছে। এটা মনিটরিং করার ব্যবস্থা থাকলে ঝুঁকি এড়ানো যেত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।