Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ৭৬ শতাংশ

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঠিক এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হিলারি ক্লিনটনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ৭৬ শতাংশ। মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত বিভিন্ন রাজ্যে জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে হাফিংটন পোস্ট।
এতে বলা হয়, কলাম্বিয়া ডিস্ট্রিক্টসহ ১৪টি অঙ্গরাজ্যে মিসেস ক্লিনটন ব্যাপক জনপ্রিয়। এতে হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে বিজয়ী হতে প্রয়োজনীয় ১৮৬ থেকে ২৭০টি ইলেকট্রোরাল ভোট পাওয়া তার জন্য খুব একটা কঠিন হবে না। এ ছাড়া মিনেসোটা, মিশিগান ও পেনসিলভানিয়াসহ আরও ৮টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটরা এগিয়ে আছে। এগুলো হিসেব করলে দেখা যায় মিসেস ক্লিনটন ২৭৫টি ইলেকট্রোরাল ভোট পেয়ে যেতে পারেন, যা তাকে হোয়াইট হাউজে আসন করে দেবে।
তবে, নির্বাচনী প্রচার চলবে এখনো ১৬ সপ্তাহ ধরে। এ সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যে, ১৯৯২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস আগে বিল ক্লিনটনের জয়ের সম্ভাবনা ছিল মাত্র ২০ শতাংশ। কিন্তু পরে মিস্টার রোজ প্যারোট নির্বাচনী দৌড় থেকে সরে গেলে ডেমোক্রেটদের ভাগ্য খুলে যায়। ডেমোক্রেট দলের সম্মেলনের পর বিল ক্লিনটনের অবস্থার দ্রুত উন্নতি ঘটে। এক মাসের মধ্যেই বিল ক্লিনটনের জনপ্রিয়তা পৌঁছে ৮৪ শতাংশে।
তাই, মিসেস ক্লিনটনের পক্ষে এখন যে ফলাফল এসেছে, সেটা চলে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের কাছেও। মিসেস ক্লিনটন বর্তমানে যে অবস্থানে আছেন, তা খুব একটা বেশি মজবুত নয়। জাতীয়ভাবে জনপ্রিয়তার দিক থেকে হিলারি চার পয়েন্ট এগিয়ে আছেন। তবে ধারণা করা হচ্ছে, এ ক্ষেত্রে পরিবর্তন এখনই এবং নির্বাচনের দিনও হতে পারে। তবে হিলারি বর্তমানে যে অবস্থানে আছেন, তা পূর্ববর্তী সাতটি নির্বাচনপূর্ব আবস্থার মতোই। এ সবকিছুই বিবেচনা করে হিলারি নিজেও অনেকটা আস্থাবান এবং ডেমোক্রেটরাও। হাফিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ৭৬ শতাংশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ