Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিখোঁজদের তালিকা বাড়ছেই

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

২৬২ জনের মধ্যে রয়েছে নর্থ সাউথ, মানারাত কলেজসহ বেশ ক’টি প্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার : একের পর এক নিখোঁজদের তালিকা বাড়ছেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি নিখোঁজদের স্বজনদের ধারণা, এরা জঙ্গি কর্মকা- করতে স্বেচ্ছায় নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে গত মঙ্গলবার রাতে সারা দেশে ২৬২ জন নিখোঁজের তালিকা প্রকাশ করেছে র‌্যাব। এই তালিকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, মানারাত কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থীর নাম-ঠিকানা দেওয়া হয়েছে। র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, থানা-পুলিশ ও গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজদের তালিকাটি তৈরি করা হয়েছে। এদের ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে।
নিখোঁজ ব্যক্তিদের এই তালিকায় আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র তৌহিদ রউফ ও একই বিশ্ববিদ্যালয়ের শেহজাদ রউফ; মোনাশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওসিফ হোসেন; নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজের ইয়াসিন হোসেন (চঞ্চল); ওয়ার্ল্ড ইউনিভার্সিটির রাহাত বিন আবদুল্লাহ; উত্তরার ইয়ারলি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র রোমিও; মানারাত কলেজের বিবিএর ছাত্র মো. সাব্বির হোসেন ওরফে শুভ; স্টেট কলেজের ছাত্র মো. ফিরোজ মিয়া; দারুল এহসান কওমি মাদরাসার ছাত্র মো. ইমরান; বগুড়ার শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির ছাত্র এ কে এম সিয়াম এবং ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র আহমেদ আজওয়াজ ইমতিয়াজ তালুকদার। আরও আছেন সিভিল এভিয়েশনে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট মো. মাহমুদুল হাসান রাতুল। এ ছাড়া আছেন জুন্নুন শিকদার, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবদুল্লাহ, তামিম আহমেদ চৌধুরী মো. সাইফুল্লাহ ওজাকি, মো. মহিবুর রহমান, তাহমিদ রহমান, তাউসিফ হোসেন, আরাফাত হোসেন তুষার, মো. নিয়াজ মোর্শেদ রাজা, নজিবুল্লাহ আনসারী, জুনায়েদ খান, জুবায়েদুর রহিম, এ টি এম তাজউদ্দিন ও আশরাফ মো. ইসলাম। এই তালিকায় নিখোঁজ অবস্থা থেকে ফিরে আসা দুই তরুণের নাম আছে। তাদের একজন আফিফ মানসিফ চৌধুরী। তিনি ১ মার্চ নিখোঁজ হন এবং ফিরে আসেন ২২ মে। এ ছাড়া আছেন শামীম রেদওয়ান। ২৮ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হন। ফিরে আসেন মে মাসের শেষ সপ্তাহে। দুজনেই ঢাকা সেনানিবাসের বাসিন্দা।
নিখোঁজদের তালিকায় আরো আছেন, বগুড়া জেলার ধুনট উপজেলার মাধবভাঙ্গা গ্রামের হায়দার আলীর পুত্র মো. সাইদূল ইসলাম (৩৫)। ঢাকার রূপনগর আবাসিক এলাকার বাড়ী নং-৩২, রোড নং-১৩ এর বাসিন্দা ফারহান হোসেন। নাটোর মগড়াইগ্রাম উপজেলার জোয়ার বাজারের নুরু মিয়ার পুত্র ওমর ফারুক (২৪), দিনাজপুর জেলার পার্বতীপুরের রেজত রানা, ঝালকাঠি জেলার নলসিটি থানার খাজারিয় গ্রামের বাসিন্দা শাহজালালের পুত্র মামুন, পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ থানার শ্রীনগর গ্রামের বাসিন্দা বাদল, জেলা-পটুয়াখালি সদরের মো. মুসা গাজী (৩০), পাবনা জেলার আমিনপুরের মোহন মিয়ার পুত্র মো. বাদল মিয়া (২৪), পঞ্চগড় জেলার ভোদা থানার শুক্কুর আলীর পুত্র মো. আজাদ হোসেন (২৮), গাইবান্ধার পলাশবাড়ির মো. সোহেল রানা (২৩), বগুড়ার গাবতলী থানার তেলিকাটা গ্রামের সুজন, দেবহাটা থানার উত্তর পারুলিয়া গ্রামের রওশন আলী কাজী, নোয়াখালি সদর তিলতলার ফিরোজ মিয়া ব্যাপারী (২৬), ঝালকাঠি সদরের মো. জাহাঙ্গীর আলম (২৬), আশুলিয়া ঘোষবাগের আমান উল্লাহ আশিক (২০), মানকগঞ্জ বরপাড়ার মো. ইউসুফ আলী, কুড়িগ্রাম নাগেশ্বরী ধানগাগলা গ্রামের মো. আসাদুজ্জামান, কুমিল্লা জেলার হোমনা থানার শ্যামপুরের মো. মেহেদী, হাসান (১৮), ঢাকার উত্তরার মো. শামীম রেজা, এবং একই থানা এলাকার ৪ নং সেক্টরের ৪ নং রোডের রিহাব এবং ১৩ নং সেক্টর ৪৩ নং রোডের ৩ নং হোল্ডিংস্থ মো. রিয়াদ, শরিয়তপুর নড়িয়ার রোমিও (১৬), ঢাকার গ্রীনরোডের তেহজীব করিম, উত্তর বাড্ডার মো. সাব্বির হোসেন শুভ (২২), বসুন্ধধরা আবাসিক এলাকার মো. সাজাদ রউফ(২৪), বায়তুল আমান হাউজিং, আদাবরের মো. মাহমুদুল আহসান, এবং রাতুল (২৩), যশোর কোতায়ালী বাবলা তলা রোডের রাহাত বিন আবদুল্লাহ(২৬) বি-বাড়িয়া সরাইল থানার উলফত আলীর পুত্র ফিরোজ ফিরোজ মিয়া(২৩), ভৈরব চানপুরের বাসিন্দা সোহাগ মিয়া (২৮), মো. সেলিম মিয়া (৩০), খুলনার রুপসা থানার সাব্বির (২২) ঢাকার মাহাম্মদপুর জহুরী মহল্লার আইজুদ্দিন ফকিরের ছেলে মো. দেলোয়ার হোসেন,কলাবাগান থানাধীন ৪/এ লেকসার্কাস রোডের মাহমুদুল রহমান কাজল (২৫) কক্সবাজার দিঘির উত্তর পাড়ের আদনান (১৯), কলাবাগান ৯ নং ওয়েষ্ট এন্ড ষ্ট্রীটের শাহরিয়া কবির(৪২), হবিগঞ্জ জেলার লাখাই তেগুরিয়ার মো. মঈন উদ্দিন (২০), বরিশাল মেহেন্দীগঞ্জ থানার সাদেকপুর গ্রামের মো. জুবায়ের হোসেন ফারুক (২৫), কুমিল্লা চান্দিনার কৈলাইন গ্রামের মো. জুয়েল (২৫), কুমিল্লার বরুড়া থানার নছরপাড়ার সিরাজুল ইসলাম (৩০), ফেনি সদর দৌলতপুরের মোক্তার আহম্মেদওরফে মাকসুদুর রহমান (৩০), সিরাজগঞ্জ উল্লাপাড়ার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম (২৩), সিরাজগঞ্জ সদরের শোভাগাছার মো. মঞ্জু (৩০), পিরোজপুর ভান্ডারিয়া থানার শিয়ালকাঠি গ্রামের আবদুল আজিজের পুত্র বাবুল জমাদার (৩০), নোয়াখালীর চাটখিল থানার ছোট জীবনগরের আবুল কাশেমের পুত্র মো. মোস্তাফিজুর রহমান (২৪), নরসিংদী মনোহরদী থানার একদরিয়া গ্রামের কমর উদ্দিন (৩০), সিরাজগঞ্জ জেলাসদর বাংলাবাজারের মো. হাবিবুর রহমান (২৫), কিশোরগঞ্জ জেলার নিকলী সিংফু গ্রামের হাফেজ মো.আতিকুর রহমান (২৪), ঢাকার ২৭৬/১, উত্তর শাহজাহানপুরের সাইফুল ইসলাম শাকিল (৩০), নড়াইল লোহাগড়া থানার নলদি গ্রামের বেলাল মোল্যা (২২), খিলগাও ৩৬২/এ, তিলপাড়ার বাসিন্দা ওমর হাসান বাবু ওরফে শাহজালাল ওমর ফারুক, খিলগাঁ বনশ্রী, রোড ০৪ ব্লক-এইচ বাসিন্দা মো. আনিস হাওলাদার (২৮), খিলগাঁও মেরাদিয়ার ২১৯ নং ভূইয়াপাড়ার মো. রাসেল (২২), চাঁদপুর নাহাজীগঞ্জ থানার চিলারচরের ছানাউল্যা (২৪), কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার শশীদল গ্রামের এসএম তাহসান (৩২), ২৮৬/এ মগবাজারের মো. সিদ্দিক আলী (২০), মগবাজার ৩৫/১, টিএন্ডটি কলোনীর মো. জাহাঙ্গীর আলম, নারায়নগঞ্জ আড়াইহাজার থানাধীন নাগেরচরের আবদুল বাতেনের মো. ইমরান (২২), শিবগঞ্জ থানার রানীনগরের মো. বাদশা আলী (২৫), শিবগঞ্জ রানীগহাটির মো. সুমন (২৮), চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানাধীন চরনিজামপুরের সাইদুর রহমানের পুত্র মো. মোস্তাফা কামাল (২৬), চুয়াডাঙ্গার জীবননগর গোয়ালপাড়া গ্রামের নিগারের পুত্র মো. সামসুল হক (২৮), ঝিনাইদহ জেলা সদরের কলেজপাড়ার রায়হান উদ্দিনের পুত্র মো. মামুন রায়হান (২৫), একই থানা এলাকার বড় কামারকুন্ড গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. সোহেল রানা (২৭), ঝিনাইদহের তেতুল বাড়িয়ার রহিমের পুত্র দুরন্ত (২৬), একই এলাকার হলিধানী গ্রামের খয়বর রহমানের ছেলে রাশেদুজ্জামান (২৮), ঝিনাইদহের নিজপুটিয়ার জাফর আলীর ছেলে মো. সজল খান (২০), একই এলাকার চরখাজুরার নাছিম বিশ্বাসের ছেলে মো. দেলোয়ার হোসেন দুলাল (৩০) এবং মো. গোলাম আজম ওরফে পলাশ (৩২), একই থানার মান্দারবাড়ীয়ার ফজলুর রহমানের ছেলে মো. সোহান হোসেন (২৫) এবং গোয়ালপাড়ার শরিফুল মন্ডলের ছেলে মো. শামীম আলী (২৬), একই থানার কালুহাটির বাসিন্দা উজির আলীর পুত্র মো. আশিকুররহমান ওরফে রিপন (২৪), কালুহাটির শরাফত হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান, একই থানা এলকার কাশিমপুরের মোকসেদ মোল্লার ছেলে মো. মোজাম্মেল মোল্যা (২৮) কালিগঞ্জ থানার হেলাই গ্রামের মালেক মিয়ার পুত্র মাজেদুল হক (৩৫), ঝিনাইদহের কালিগঞ্জের দাদপুর গ্রামের আসাদুল মন্ডলের ছেলে আবু সাইদ, একই থানা এলাকার বলরামপুরের বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে মো. হাসান আলী (৩০), মহেষপুর থানা সোয়াদী গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে মো. আঃ সালাম (৩০), হরিনাকুন্ড থানার কাচারিতেলা গ্রামের আবজাল মালিথার ছেলে মো. আতিয়ার রহমান(৩০), শৈলকূপার হুদামাইলমারীর গ্রামের আজিম উদ্দিনের পুত্র মো. মাসুম আলী (২৪), হরিনাকুন্ডের আদর্শ আন্দলবাড়ীয়া গ্রামের সাত্তারের পুত্র শফিকুল ইসলাম (২৭), শৈলকূপা থানার সাতগাছি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মজিবর খান (২৮), ঝিনাইদহ শৈলকুপা থানার ছোট বোয়ালিয়া গ্রামের আবু তালেবের ছেলে মো. উজ্জল হোসেন (২৫), একই এলাকার চর আউলিয়া গ্রামের আকবর মন্ডলের মো. নাইম হোসেন (২৫), একই থানা এলাকার শওকত আলী বিশ্বাসের ছেলে মো. ওয়াসিম আকরাম (২৫), শৈলকূপা উমেদপুর গ্রামের আতর আলীর ছেলে রবিউল ইসলাম (২৫), একই এলাকার বাজারপাড়ার বাসিন্দা নাজমূস সালেহীনের পুত্র মো. রফিকুল ইসলাম (২২), শৈলকূপার কৃষ্ণপুর গ্রামের আতর খার মো. তোতা (২৫), সাতক্ষীরা তালা থানার সাতপাখিয়া গ্রামের আব্বাস গাজীর পুত্র মো. রাশেদ গাজী (২৩), চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার গুলশান পাড়া গ্রামের আঃ লতিফের পুত্র মো. ফরহাদ হোসেন (২৮), চট্টগ্রাম জেলার পটিয়া থানার চরকানাইম গ্রামের গোলাম মোরশেদের পুত্র শামছুল আলম বাবুল (৩৫), বোয়ালখালী থানার হরনদ্বীপ গ্রামের মফিজুর রহমানের পুত্র আজিউর রহমান (২২), বেলতলীর জাফরাবাদের ইদ্রিসের পুত্র সানাউল্লাহ, চট্টগ্রাম চকবাজার বাকলিয়ার বাসিন্দা ইমতিয়াজ (২২), কুমিল্লা ছোট শরিয়তপুরের বাসিন্দা আব্দুর রহিম (২৮), চট্টগ্রাম পাচঁলাইশ থানার দ্বীন ইসলামের ছেলে মো. শাহজালাল শামীম(৩১), পাচলাইশ থানার নাজিরপাড়ার মাহবুবুর রহমানের ছেলে মো. মামুন (২৮), একই থানা ভান্ডারি বাড়ির ওয়াহাবের পুত্র আবু তাহের পলাশ (২২), গাইবান্ধ সাাদুল্যাপুর থানার মধ্যম ভাঙ্গার বাসিন্দা ছলিম উদ্দিনের পুত্র মো. মিন্টু মিয়া (৩৫), ফেনী সদর সাতসতি এলাকার রুহুল আমিনের পুত্র মো. সাখাওয়াৎ হোসেন (১৮), ফেনির ছাগলনাইয়ার নিজকুনঞ্জরা গ্রামের আশেক এলাহীর ছেলে সাজ্জাদ হোসেন পারভেজ (৩৫), ঢাকার মিরপুর ২ নং সেকশন ব্লক জি ১০ নং বাড়ির বাসিন্দা মাহাবুবুল হকের ছেলে মনোয়ার হোসেন সবুজ (৩০), ফেনী সদর লাল পুল কাজি গ্রামের মতিউল ইসলামের ছেলে কাজি মহিবুল ইসলাম (৩৪), ফেনির ফুলগাজী ধর্মপুর আমজাদহাটের নুরুল আমিনের ছেলে ওমর ফারুক (২৫), কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার মো. ইস্রাফিল মো. ইউসুফ, ফেনি সদর চরঘাটের জিল্লুর রহমানের ছেলে আশিক, একই থানা এলাকার পশ্চিম উকিলপাড়ার আবদুর রহমানের ছেলে রাশেদ (২৫), হাসনা থানার সাত কুচিয়া আঃ লতিফ ভুইয়ার ছেলে তাইফুল ইসলাম, ফেনির উত্তর খানের রেজাউর রহমান রাজু, চট্টগ্রাম পতেঙ্গা থানার চরপাড়ার জানে আলম (৩৩), ডবলমুরিং থানার আস্কারাবাদ গ্রামের আজিজুর রহমান (১৮), একই এলাকার দিঘীর পাড়ের ফরিদুল হক (১৯), কক্সবাজার চেঙ্গামুরার গ্রামের রাশেদুল ইসলাম (৩৩), চট্টগ্রাম ফটিকছড়ির হরিনা দিঘীর মোজাফফর হোসেন ওরফে বাবু (২০), সন্দ্বীপ থানার মুছাপুরের সুজন (২১), ডবলমুরিং ওয়াপদা কলোনীর জসিম উদ্দিন (৩৫), ফটিকছড়ি থানার হারুয়াল ছড়ির শাহজাহান, চট্টগ্রাম কোতয়ালী থানার এনায়েত বাজার এলাকার ফয়সাল, সীতাকুন্ড থানার সমতখা ভূঁইয়া বাড়ীর হাসান কাউসার (২৫), আকবরশাহ চট্টগ্রামের মিলাদ (৩২), নিউ মুনছুরাবাদের ডাক্তার ইমরান হোসেন (২৭), চট্টগ্রাম পূর্ব ফিরোজশাহ এলাকার আসিফ ইকবাল (৩৪), কুমিল্লা দাউদকান্দীর চররায়পুরা গ্রামের মানিক হোসেন (২৬), ভোলা জেলার বোরহান উদ্দিন থানার উদয়পুর গ্রামের মো. সবুজ (২৫), নোয়াখালী জেলার সেনবাগের ইয়াছিন পুত্র মো. জুয়েল (২১), চট্টগ্রাম পাহাড়তলীর মো. আবু ছালেহ রাসেন (২৮), কুমিল্লা সদর দক্ষিণের ওমর ফারুক (১৯), মিরসরাই থানার সোনাপাহাড় এলাকার নুরুল হুদা (৩১), বিবাড়ীয়া জাহেরা সুপার মার্কেটের এনামুল হক সোহেল (২৮), ফেনী জোলার হাটের মো. রিয়াজ (২১), চট্টগ্রাম পাহাড়তলীর শামীম আহমদ(২৫), সিলেট জোলার হাট মামুনেরকলোনীর মো. তাজুল ইসলাম রুনেল (৩৮), আড়াইহাজার, কলাগাছিয়ার মো. জাকির হোসেন (২৮), ঢাকার ১০২ লালবাগের সাদমান হোসেন পাপন (২৪), গজারিয়া থানার আড়ালিয়া গ্রামের মো. মোতালেব হোসেন, ভড়ামারা কুষ্টিয়ার মো. মারজুক হায়দার জাহিন (১৬), একই এলাকার গোলাপনগরের মো. মিন্টু শেখ ওরফে বৈরাগী মিন্টু ওরফে মিন্টু খা (২৭), কুষ্টিয়া মিরপুর সাহেবনগরের বাসিন্দা মো. মহিদুল ইসলাম (১৭), পাবনার আমিনপুরের মো. রফিক মোল্যা (২৫), টাঙ্গাইল গোপালপুরের ভোলারপাড়ার বাসিন্দা মো. আব্দুল¬াহ, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মিলনপুরের একেএম সিয়াম (১৮), রংপুরের কোতয়ালী থানার পালিচড়ার মো. শামীম মিয়া (২৪), একই এলাকার ভগিবালাপাড়ার শায়েস্তা খান (২০), একই থানার কামাল কাছনা গ্রামের মো. রেজোয়ানুর রহমান (২০), রংপুর কোতয়ালী থানা এলাকার মো. সাঈদহোসেন (২০), একই থানার আলহাজ আশরাফ উদ্দিন ডিসির মোড়ের সাব্বির আহাম্মেদ আনন্দ (২৮), মাহিঞ্জের মো. রেজাউলকরিম (২৮), মনোহরপুরের মো. ইকবাল হোসেন (২০), আলামনগরের মো. সাদ্দাম ইকবাল (২১), পার্বতীপুরের মো. নজরুল ইসলাম (২২), হবিগঞ্জ মাধবপুরের মো. নাহিদুল ইসলাম ইমন, বি-বাড়িয়া জেলা সদরের মো. রিপন মিয়া (১২), ভৈরব থানাধীন কমলপুরের মো. রহমত উল্লাহ (১৯), মহেষপুরের শাহাজউদ্দিন (১৯), কিশোরগঞ্জ ভৈরব থানাধীন কমলপুরের আজিজুল হক (২২), শম্ভুপুরের চাঁনপুরের মো. নাহিদ ওরফে নিপু (২০) একই এলাকার হুমায়ুনের পুত্র মো. মান্নান (১৫), ভৈরব দক্ষিনপাড়ার মামুন মিয়া (২৪), একই এলাকার কাউসার আহমেদ সৌরভ (১৫), ও শ্রীনগরের আল ইসলাম (১৫), মো. ছোবহান মিয়া (১৯), ঢাকা সেনানিবাস এলাকার আফিফ মানসিফ চৌধুরী, আহমেদ আজওয়াজ ইমতিয়াজ তালুকদার (অমি), শামীম রেদওয়ান, কুমিল্লার মেঘনা এলাকার জুনুন শিকদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজদের তালিকা বাড়ছেই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ