পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস সংক্রমন রোধে লকডাউনের মধ্যেই দেশে আরো একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো। দলটির নেতারা সবাই সাবেক জামায়াতি। দলটির নাম দেয়া হয়েছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এ বি পার্টি)। গতকাল বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করা হয়।
সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরীকে আহবায়ক এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে নতুন দলের ২২৩ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ এপ্রিল জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলন করে ‘জন আকাঙ্কার বাংলাদেশ’ নামে একটি প্লাটফর্মের ঘোষণা দেন। আর ফেনির ডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় ফেনির ত্রাস জয়নাল হাজারীকে ‘সাইজ’ করে আলোচনায় আসা সোলায়মান চৌধুরী সচিব, প্রেসিডেন্টের সচিব ও এনবিআরের চেয়ারম্যনের মতো গুরুত্বপূণ পদে চাকরি শেষে অবসর নেয়ার পর জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হন। ২০১৮ সালের ১০ ডিসেম্বর জামায়াত থেকে পদত্যাগ করে নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। অতপর এক বছর ধরে বিভিন্ন জেলায় সেমিনার করে দল গোছানোর কাজ করেন।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার-এই তিন মূলনীতির ভিত্তিতে চল চলবে। এই রাজনীতি জাতিকে স্বপ্ন দেখাবে, আশা দেখাবে, উদ্বুদ্ধ করবে নতুন চেতনায়। রাষ্ট্রের পুনর্গঠন আমাদের অন্যতম এজেন্ডা।অনুষ্ঠানে দলের সাত দফা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন মেজর (অব.) আবদুল ওহাব মিনার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।