Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ছেড়েছেন আরও ২২৪ ব্রিটিশ নাগরিক

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৯:৪৪ পিএম

ষষ্ঠ দফায় বাংলাদেশ ছেড়েছেন আরও ২২৪ ব্রিটিশ নাগরিক। করোনার কারণে এতদিন তারা আটকে ছিলেন। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও রয়েছেন। শুক্রবার (১ মে) বিকাল সোয়া ৪টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।
এর আগে করোনার কারণে সিলেটে আটকেপড়া আরও পাঁচ শিশুসহ ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ৬ষ্ট দফায় শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান বিজি ৪০২২ ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন। পরে ঢাকায় অবস্থানরত আরও ৮০ জনসহ মোট ২২৪ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওনা হয় ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি।

বাংলাদেশ আটকেপড়া এ পর্যন্ত সর্বমোট ৮০৬ জন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেলেন।



 

Show all comments
  • ণাহিদ ২ মে, ২০২০, ১২:৫০ এএম says : 0
    তারা বাংলাদেশ ভি আই পি চিকিৎসা পাবেন না তাই চলে যাচ্ছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ নাগরিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ