পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শেরপুর থেকে মো: মেরাজ উদ্দিন ঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা সীমান্তের কালাপানি এলাকায় র্যাবের অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত হলে র্যাবের টহল অব্যাহত আছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতংক। এদিকে গতকাল ১ ফেব্রুয়ারী বিকেলের পর আরো ২টি স্নাইপার রাইফেল ও বিমান বিধ্বংসী গানের অংশবিশেষসহ ৯টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। এর আগে র্যাবের পক্ষ থেকে ৪৩ হাজার গোলাবারুদ ও ৭টি ভারী অস্ত্র উদ্ধারের কথা দাবি করা হয়েছিল। নালিতাবাড়ী থানায় ৪৮ হাজার ২শ’ ৫৭টি গোলাবারুদ ও ১৫টি অস্ত্র উদ্ধারের ব্যাপারে এ নিয়ে অত্যাধুনিক অস্ত্রের উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ১৬-তে। অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।
এ ঘটনার পর থেকে এবং র্যাবের টহল জোরদার করায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। র্যাবের সূত্রগুলো থেকে জানা গেছে, প্রাথমিকভাবে অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত করা হলেও তাদের এ অভিযান থেমে থাকবে না। বরং অবৈধ অস্ত্র সন্ধানের কাজ চলবেই। সন্ধান পাওয়া গেলে উদ্ধার কাজও চলবে। অপরদিকে জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের গোয়েন্দা বিভাগও মাঠে আছে অস্ত্রের সন্ধান মিললে পুলিশের পক্ষ থেকেও উদ্ধার কাজ চলবে। ইতোপূর্বে পুলিশও বিভিন্ন স্থান থেকে অনেক অস্ত্র উদ্ধার করেছে। এদিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল ওয়ারিছ জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বা উদ্ধার কাজ তাদের দায়িত্বের মধ্যেই আছে। এতে সাধারণ বা নির্দোষ মানুষের আতংকিত হওয়ার কিছু নেই। অপরাধী ছাড়া কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না। তবে অপরাধী হলে কাউকে ছাড় দেয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।