Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী অসুস্থ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন। গত রোববার থেকে তার পেটে প্রচন্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি›র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন। সুস্থতা কামনায় রুহুল কবির রিজভী সকলের দোয়া চেয়েছেন। ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। মাঝে মাঝে তিনি কমপ্লিকেশন বা সমস্যায় ভোগেন। রুহুল কবির রিজভী বিএনপি›র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন।

এসময় তার পেটে প্রচন্ড ব্যথা ও বমি হয়। কিছুদিন চিকিৎসা ও বিশ্রামের পর আবার সুস্থ্য হয়ে উঠেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর সময় তিনি দুই দফা হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দীর্ঘদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। ২৫ মার্চ বেগম জিয়া কারামুক্ত হলে ২৬ মার্চ কার্যালয় ছেড়ে বাসায় ফিরেন রিজভী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী-অসুস্থ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ