পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এক দশকে ৫ লাখ ৭ হাজার ৪০ অসহায় দরিদ্র বিচারপ্রার্থীকে বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছে সরকার। এ হিসেব ২০০৯ সাল থেকে চলতি বছর ফেব্রæয়ারি পর্যন্ত। আইনি সহায়তার মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দরিদ্র বিচারপ্রার্থীদের ৩৫ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৪২২ টাকা আদায় করে দেয়। ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রণীত হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠা হয় ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’। আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও আইনগত সহায়তা প্রদান কার্যক্রম চালু রাখা হয়েছে।
গতকাল সোমবার এক দশকে সংস্থাটির বিভিন্ন অর্জন এবং করোনা পরিস্থিতিতে চলমান কার্যক্রম তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় আইন মন্ত্রণালয়। তাতে বলা হয়, সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সংস্থাটির আইনগত সহায়তা কার্যক্রম ২৪ ঘন্টা চালু রাখা হয়েছে। আইন মন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় হেল্প লাইন কলসেন্টার (১৬৪৩০) বর্তমানে ২৪ ঘন্টা খোলা রাখা হয়েছে। দরিদ্র মানুষদের আইনি পরামর্শ দেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাটি গত এক দশকে ৬৪ টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ লাখ ৮৪ হাজার ৮২৩ জনকে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২০ হাজার ৯২ জনকে, জাতীয় হেল্প লাইন কলসেন্টারের ‘১৬৪৩০’ নম্বরে ফোন কলের মাধ্যমে ৮৩ হাজার ৯১৮ জনকে এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ১৮ হাজার ২০৭ জনকে আইনগত সহায়তা দিয়েছে।একই সময়ে সংস্থাটি ১ লাখ ২৬ হাজার ৪৯২ টি লিগ্যাল এইড মামলাও নিষ্পত্তি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।