Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্তদের পরিবারে বাড়ছে করোনা সংক্রমণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

চট্টগ্রামে আক্রান্তদের পরিবারের সদস্য এবং তাদের সংর্স্পশে আসা লোকজনের মধ্যেও সংক্রমণ বাড়ছে। সর্বশেষ জেলার সাতকানিয়ায় আগে আক্রান্ত এক জনের পরিবারের ছয় সদস্যের নমুনায় করোনা সংক্রমণ পাওয়া গেছে।
গুচ্ছ সংক্রমণ বাড়ায় চট্টগ্রামে রোগীর সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। চিকিৎসকরা বলছেন, টেস্টের সুযোগ কম এবং দীর্ঘ সময় লেগে যাওয়ায় সহজে রোগ ধরা পড়ছে না। এরফলে আক্রান্তদের আইসোলেশনে নিতেও দেরি হচ্ছে। এর মধ্যে আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন অজান্তে।
সাতকানিয়া করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর তার নমুনার পরীক্ষার প্রতিবেদন আসে। তার আগেই তার কাছকাছি যারা গেছেন তাদের অনেকে আক্রান্ত হয়েছেন। রোববার ওই এক পরিবারের শনাক্ত ৬ জনের তিনজন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুজন কিশোরও রয়েছে। অপর পুরুষের বয়স ৫৬ বছর। আর তিন নারীর বয়স যথাক্রমে ৭৫, ৪৫ ও ৩২ বছর।
এদিকে নগরীর দামপাড়ায় আরও এক পুলিশ সদস্য আক্রান্ত হন। তিনি এর আগে আক্রান্ত তার সহকর্মীদের সাথে ছিলেন। তিনিসহ ৫ জন পুলিশের করোনা পজেটিভ পাওয়া গেছে। দামপাড়ায় প্রথম আক্রান্ত ব্যক্তির ছেলেরও সংক্রমণ পাওয়া যায়। এছাড়া নগরীর সাগরিকা ও হালিশহরেও রোগীর কয়েকজন স্বজনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গুচ্ছ সংক্রমণ হচ্ছে। নতুন নতুন এলাকায়ও রোগী পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে থাকতে বলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ