পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুমার খুতবা নির্দিষ্ট করে দেয়ার বিরুদ্ধে দেশের ইসলামী জনতাসহ বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সকল উলামায়ে কেরাম, ইসলামী দল ও সংগঠনের প্রবল প্রতিবাদের মুখে এবং হেফাজতে ইসলাম খুতবা নির্দিষ্ট করা প্রত্যাখ্যান করে আগামী শুক্রবার প্রতিবাদ কর্মসূচি দেয়ার প্রেক্ষাপটে বিপদ আঁচ্ করতে পেরে ইসলামিক ফাউন্ডেশন বলতে বাধ্য হয়েছে “জুমার খুতবা কারো ওপর চাপিয়ে দেয়া হয়নি কিংবা কারো জন্য নির্দিষ্ট করে দেয়া হয়নি।” ইসলামিক ফাউন্ডেশনের জুমার খুতবা প্রণয়ন কমিটির পক্ষে সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন কর্তৃক পত্রিকায় প্রকাশের জন্য প্রেরিত এবং খুতবা প্রণয়ন কমিটির আহ্বায়ক সিনিয়র পেশ ইমাম মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে উল্লিখিত কথা বলা হয়েছে। প্রেরিত বিবৃতিতে বলা হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জন্য প্রণীত খুতবা থেকে ধারণা নিতে শুধুমাত্র নমুনা হিসেবে নির্দিষ্ট খুতবা মসজিদসমূহে প্রেরণ করা হয়েছে। “উক্ত খুতবা কারো উপর চাপিয়ে দেয়া হয়নি কিংবা কারো জন্য নির্দিষ্ট করে দেয়া হয়নি।” বিবৃতিতে বলা হয়েছে, খুতবায় কোনো ভুলভ্রান্তি থাকলে তা লিখিতভাবে খুতবা প্রণয়ন কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।