Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় শতাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী অসুস্থ

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুরে জেলা সংবাদদাতা : ফরিদপুর শহরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সোমবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেয়া শতাধিক নেতাকর্মী রাত থেকে সকাল পর্যন্ত চোখের রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ জানিয়েছেন, সমাবেশ চলাকালেই মঞ্চে এবং মঞ্চের সামনে থাকা নেতাকর্মীরা চোখে জ্বালা পোড়া অনুভব করে। পরে রাত থেকেই আক্রান্তদের অবস্থা গুরুতর হতে থাকে। রাত থেকে সকাল পর্যন্ত দেড় শতাধিক আক্রান্তরা সদর হাসপাতাল, ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল, বিএনএসবি চক্ষু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আক্রন্তরা জানান, হঠাৎ করেই চোখ লাল হয়ে যাওয়া এবং জ্বালাপোড়া অনুভুত হয়। এক পর্যায়ে চোখ বন্ধ হয়ে ফুলে যেতে থাকে।
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কামরুল ইসলাম জানান, সবাই এক ধরনের স্প্রে থেকে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আক্রান্ত সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেড় শতাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী অসুস্থ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ