পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে পাষ- স্বামী তার স্ত্রীকে স্ক্রু-ড্রাইভার দিয়ে খুঁচিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বরপা গড়িয়াভিটা এলাকায় ঘটে এ ঘটনা। নির্যাতনের শিকার গৃহবধূ তাসলিমা বেগম ওই এলাকার মৃত সোলায়মান মিয়ার মেয়ে। আহত গৃহবধূ তাসলিমা বেগম জানান, প্রায় ২০ বছর আগে একই এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে মোস্তফার সঙ্গে তাসলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই মেয়ে ও তিন ছেলে সন্তান জন্মগ্রহণ করে। বেশ কিছুদিন ধরে স্বামী মোস্তফা মিয়া পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্ত্রী তাসলিমা বেগমকে জ্বালা-যন্ত্রণা ও মারধর করে আসছে। গত সোমবার মধ্যরাতে হঠাৎ করে বাড়িতে প্রবেশ করেই গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে মোস্তফা মিয়ার হাতে থাকা স্ক্রু-ড্রাইভার দিয়ে খুঁচিয়ে ও মারধর করে হত্যার চেষ্টা চালায় তাসলিমাকে। এসময় ছেলে-মেয়েসহ আশপাশের লোকজন এসে তাসলিমা বেগমকে উদ্ধার করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।