পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের ফ্রন্টলাইন যোদ্ধাদের (চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী) ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। বর্তমান দুর্যোগকালীন বিভিন্ন হাসপাতালে নিয়োজিত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পিপিই সরবরাহের মহতী পদক্ষেপ নিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। করোনাভাইরাস ক্রান্তিকালে বিদ্যমান এই জরুরী অবস্থায় সরকারের পাশাপাশি জনস্বার্থে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করে ব্যাংকটি। শনিবার (২৫ এপ্রিল) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহসহ ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।####
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।