Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘লে অফ’ ঘোষণার পথে চট্টগ্রামের দুটি ইপিজেডে ৬৯ কারখানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সাটডাউনের মধ্যে চট্টগ্রামের দুটি ইপিজেডের ৬৯টি কারখানা ‘লে অফ’ ঘোষণার উদ্যোগ নিয়েছে। বিদেশি ক্রেতাদের অডার বাতিল, শিপমেন্ট না হওয়া, কাঁচামালের সঙ্কটসহ বিভিন্ন কারণ দেখিয়ে দেশি-বিদেশি এসব কারখানা মালিকরা ‘লে-অফ’র জন্য ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
এ পর্যন্ত চট্টগ্রাম ইপিজেডের ৪৬টি এবং কর্ণফুলী ইপিজেডের ২৩টি কারখানা আবেদন করেছে বলে জানা গেছে। কিছু কারখানা অনুমোদনও পেয়েছে। এরমধ্যে তৈরি পোশাক ছাড়াও জুতা, তাঁবু, ফেব্রিক্স, ইলেক্ট্রনিক্স পণ্য তৈরির কারখানাও আছে।
চট্টগ্রাম ইপিজেডের জিএম খুরশিদ আলম বলেন, ৪৬টি কারখানা মলিক লে অফের জন্য অনুমোদন চেয়েছেন। তারা আইন মেনেই আবেদন করেছেন। আইন মেনেই যেন শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেন সেটা নিশ্চিত করা হবে।
কর্ণফুলী ইপিজেডের জিএম মশিউদ্দিন বিন মেজবাহ জানান, গত ৫ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৩টি কারখানা বিভিন্ন মেয়াদে লে অফের জন্য আবেদন করেছে। এই দুটি ইপিজেডে দেশি-বিদেশি মিলিয়ে কারখানা চালু আছে ২০০টি। এসব কারখানায় কর্মরত পৌনে তিন লাখ শ্রমিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ