Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ডিগ্রির নাম পরিবর্তনের দাবি
শেকৃবি সংবাদদাতা : ডিগ্রির নাম পরিবর্তনের দাবিতে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থীরা। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অফিসসহ ওই অনুষদের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। ডিগ্রির নাম বিবিএ (এগ্রিবিজনেস) থেকে পরিবর্তন করে বিএসসি ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স না করা পর্যন্ত এ কঠোর আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ৯টা হতে অনুষদ চত্বরে একত্রিত হতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে অভিভাবকদের স্বাক্ষর নকল করে কে বা কারা বর্তমান ডিগ্রি বিবিএ(এগ্রিবিজনেস) কে পরিবর্ধন, পরিমার্জন করার জন্য উপাচার্য বরাবর স্বারকলীপি দেয়। যে সকল শিক্ষার্থীদের অভিভাবকদের স্বাক্ষর নেওয়া হয়েছে তারাও বিষয়টি জানে না। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন এ কাজটি অত্র অনুষদের কোন শিক্ষক করে থাকতে পারে। এবং শিক্ষার্থীরা একাজের সাথে জড়িতদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বিশ^বিদ্যালয় প্রশাসন অনুরোধ করে। বিশ^বিদ্যালয় সুত্রে জানা যায়, গত ১১ মে ডিগ্রির নাম বিবিএ (এগ্রিবিজনেস) থেকে পরিবর্তন করে ¯œাতক পর্যায়ে বিএসসি ইন এগ্রিকালচারাল ইকোনোমিক্স এবং ¯œাতকোত্তর পর্যায়ে এমএস করার দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেয় এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থীরা। এবং তারা কয়েক দফায় মানববন্ধন ও বিশ^বিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাত করে তাদের দাবি তুলে ধরে। কিন্তু বিশ^বিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না গ্রহণ করায় গত রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিনের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপির মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জন করে অত্র অনুষদের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বর্তমান ডিগ্রি নন-টেকনিক্যাল ও নতুন হওয়ায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেও স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে পারছেন না তারা। এমনকি বর্তমান ডিগ্রির নাম নিয়ে বিভিন্ন চাকরির মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় বলেও জানান শিক্ষার্থীরা। বাংলাদেশের কৃষি বিপণন ব্যবস্থা উন্নয়নের তাগিদে দক্ষ জনশক্তি সরবরাহের জন্য ২০০৭ সালে এ অনুষদ চালু করা হয়। কিন্তু ২০১৩ সালের মে মাসে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬০তম সভায় ডিগ্রির নাম ‘বিএসসি ইন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট’ এর পরিবর্তে ‘বিবিএ ইন এগ্রিবিজনেস’ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ