Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় হকারদের খাদ্য ও রেশন প্রদানের দাবি

বাংলাদেশ হকার্স ফেডারেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনার দুর্যোগকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত হকারদের খাদ্য ও রেশন প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে ঢাকা জেলা প্রশাসনের কাছে ৩ হাজার ৩৭৪ জন হকারের একটি তালিকা দেয়া হয়েছে। সংগঠনের সভাপতি এম এ কাসেম গতকাল এক বিবৃতিতে তালিকাভুক্ত এসব হকারকে খাদ্য সহযোগিতা ও রেশন প্রদানের দাবি জানান। তিনি বলেন, করোনার দুর্যোগে রাজধানীর ফুটপাতের হকাররা খুবই মানবেতর জীবন যাপন করছে। এই দুর্যোগে তাদের পাশে কেউ নেই। যারা ফুটপাত থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তুলতো তারা এই সঙ্কটকালে গাঢাকা দিয়েছে।লাইনম্যান নামধারী চাঁদাবাজরা ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মিশে গিয়ে বিভিন্ন অজুহাতে সুবিধা আদায় অব্যাহত রেখেছে। অথচ হকাররা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। তিনি এই ভয়াবহ দুর্যোগে হকারদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তথা সরকারের প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ