পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম বন্দরে ধারণক্ষমতা ছাড়িয়ে কন্টেইনারের জট এবং সেই সাঙ্গে জাহাজজট অব্যাহত রয়েছে। জট কমাতে কন্টেইনারের স্টোরেজ রেন্ট চার্জ শতভাগ ছাড় ঘোষণার পর খালাস, ডেলিভারি কমে গেছে। আসেনি সুফল। বরং জট আরও বেড়েছে বলেই মনে করে বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় গতকাল পর্যন্ত ছাড়ের সুবিধা আজ থেকে তুলে নিয়ে চার্জ ফের বহাল হয়েছে।
এদিকে বন্দরজটে আটকে পড়া রোজার নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্য এবং বর্তমানে চালু থাকা শিল্পের কাঁচামাল অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় সারাদেশে ডেলিভারি পরিবহন ও সরবরাহ এ মুহূর্তে জরুরি হয়ে পড়েছে। বিষয়টি দেখভাল ও সহায়তার লক্ষ্যে চিটাগাং চেম্বারের প্রস্তাবিত টাস্ফফোর্স গঠনের বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় বন্দর ব্যবহারকারীগণ।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, জট অব্যাহত রয়েছে এবং হ্রাসের প্রচেষ্টাও চলছে। বেসরকারি আইসিডিগুলোতে (অফডক) নতুন আরও ৬ ধরনের পণ্যভর্তি কন্টেইনার রাখা হলে জটের কিছু উন্নতি হবে।
তিনি জানান, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোতে গতকাল (সোমবার) কন্টেইনার মজুত ছিল ৪৯ হাজার ৯৭৪ টিইইউএস। ধারণক্ষমতা ৪৯ হাজার ১৮ কন্টেইনার। জেটি-বার্থে ৭টি জাহাজের আমদানি পণ্যভর্তি কন্টেইনার খালাসের কাজ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৪ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। ডেলিভারি হয়েছে এক হাজার ৪০৯ টি। জেটিতে ভিড়তে বহির্নোঙরে জটে অপেক্ষা করছে ৩২টি জাহাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।