পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা চিকিৎসায় সহায়ক ওষুধ হিসেবে বিভিন্ন দেশে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানীর শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানী-শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এর আগে গণমাধ্যমকে বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটির রপ্তানী-শুল্ক প্রত্যাহারে বাংলাদেশকে অনুরোধ করেছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হোসেইন। এক চিঠিতে তিনি ক্লোরোকুইন চাহিদার বিষয়টি উল্লেখ করে করোনা মোকাবিলায় দুই দেশের একসঙ্গে লড়াইয়ের ওপর জোর দেন। ঢাকা সেই অনুরোধ রেখেছে এবং বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানী-শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান জানিয়েছেন- ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট বহু বছর ধরে বিদেশে রপ্তানী করছে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।