পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কর্মহীন দরিদ্র ও অসহায়দের ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ বাড়ছে। অভিযোগ বাড়ছে ত্রাণসামগ্রী বিতরণেও। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠনো প্রতিবেদনÑ
খুলনা ব্যুরো জানায়, খুলনায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ে (ওএমএস) অনিয়ম ও ভিন্ন নামে একাধিক ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে সাঈয়েদুজ্জামান সম্রাট নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ম্যাজিস্ট্রেট, দুদক, প্রেস ক্লাব, খাদ্য বিভাগ ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহŸায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, দুদকের উপপরিচালক মো. নাজমুল হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটিতে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। সরকার এসব দরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণ কর্মসূচি চালু করে। এ জন্য খুলনায় ৮৯ জন ডিলার নিয়োগ করা হয়।
সাঈয়েদুজ্জামান সম্রাটের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ভিন্ন নামে একাধিক ডিলারশিপ নিয়ে চাল বিতরণে অনিয়ম করেন। এর আগেও তিনি আটটি নামে ডিলারশিপ নিয়ে অনিয়ম করেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান বলেন, ‘ওএমএস ডিলার সাঈয়েদুজজামান সম্রাটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্তে কমিটি গঠন হয়েছে। তাকে নোটিশ করা হয়েছে।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর পাংশা উপজেলার পৌরসভা এলাকা থেকে ১৩৪ বস্তা সরকারী চাল ও বিএডিসি’র ১৩৫ প্যাকেট পাট বীজ জব্দ করেছে প্রশাসন। সেই সাথে চাল ও পাট বীজ রাখার অপরাধে ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেল ৩ টায় পাংশা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভা এলাকার একটি চারতলা ভবনের নিচতলায় গোডাউন থেকে ওই চাল জব্দ করে। আটককৃত আব্দুর রাজ্জাক পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরমৌদিপুর এলাকার আব্দুর রউফের ছেলে।
পাংশা মডেল থানার ওসি মো. আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারী চাল ও পাট বীজ জব্দ করা হয়েছে। সেই সাথে গোদামের মালিক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।
এ ব্যপারে একটি নিয়মিত মামলার প্রস্তুুতি চলছে। এই চাল চোর চক্রের সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সরকারী চালের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানা হবে। এ ব্যপারে একটি মামলা হবে। তদন্ত সাপেক্ষে দোশীদের ব্যপারে ব্যবস্থা গ্রহন করা হবে।
সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন রতনের বিরুদ্ধে করোনাকালীন ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে। পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের একজন সদস্য এ ব্যাপারে দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছেন।
অভিযোগ সূত্র জানায়, ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন করোনায় সরকারি ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে অবগত না করেই নিজের ইচ্ছা মাফিক তালিকা করেন। কয়েকজন গরীবের নাম তালিকায় অন্তর্ভূক্ত করে তাদের ত্রাণসামগ্রী না দিয়ে চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেন। একজন ব্যক্তির নাম মাস্টাররোলে দেখিয়ে দুইবার ত্রাণ উত্তোলন করে নেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা মোছা. আমিনা খাতুন গত ১৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তার ওয়ার্ডের তালিকাভূক্ত বঞ্চিত আটজন ও দুইবার তালিকাভূক্ত এক ব্যক্তির নাম উল্লেখ করেন। ১২টি দপ্তরে এর অনুলিপি দেয়া হয়েছে।
পরিষদ সূত্র জানায়, এ ইউনিয়নে তিন কিস্তিতে মোট এক হাজার ১০০টি ত্রাণের প্যাকেট আসে। যার প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু ও সয়াবিন তেল রয়েছে। প্যাকেটগুলো চেয়ারম্যান নাসির উদ্দিন রতন সঠিকভাবে বণ্টন না করে নয়-ছয় করেন।
পরিষদের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা আমিনা খাতুন জানান, চেয়ারম্যান তার কর্মী ও পছন্দের লোকদের ত্রাণসামগ্রী দেয়ায় অনেক অসহায়-গরীবদের বঞ্চিত করা হয়েছে। তিনি ওই ওয়ার্ডের ত্রাণ কমিটির সভাপতি হলেও তাকে কোনোকিছু অবগত করা হয়নি। এছাড়াও চেয়ারম্যান ১০টাকা কেজি চাল নিয়েও ডিলারের সাথে মিলে দুর্নীতি করেন।
এ ব্যাপারে চেয়ারম্যান নাসির উদ্দিন রতন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি মিথ্যা। অভিযোগে যাদের নাম রয়েছে, তাদেরকে সবাইকে ত্রাণ দেয়া হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।