Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ টাকা কেজির চাল নিয়ে নয়-ছয় চলছেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনার করুণ পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ দীর্ঘ হচ্ছে। প্রতিবাদে কুড়িগ্রামের ঘোগাদহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করেছে এলাকাবাসী। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ইউপি সদস্য্যের বিরুদ্ধে হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। চাল বিতরনের সময় ট্যাগ অফিসারও উপস্থিত থাকেন না। সরকার প্রতিবছর মার্চ-এপ্রিল, অক্টোম্বর-নভেম্বর ও ডিসেম্বর ৫ মাস কার্ডধারী হতদরিদ্রদের প্রতিমাসে ১০ টাকা মূল্যে ৩০ কেজি চাল ডিলারের মাধ্যমে দিয়ে থাকেন।

কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা ওয়ার্ডের ইউপি সদস্য লিঠন হতদরিদ্রদের কার্ড আটকে রেখে নিজে চাউল উত্তোলন করে বিক্রি করে টাকা আত্মসাৎ করছেন বলে কার্ডধারী দরিদ্ররা জানান।

সরেজমিনে জানা যায়, উপজেলার পূর্ব শেখপুরা হাজি বাড়ির মনির হোসেনের নামে কার্ড থাকলেও গত এক বছরে একবারও চাল পাননি তিনি।
ডিলার ছিদ্দিক পাটোয়ারী বলেন, কার্ডধারীদের চাল দেয়ার সময় কার্ড রেখে দেন তিনি। পরে স্থানীয় মেম্বার এসে কার্ডগুলো নিয়ে যায়।

অভিযুক্ত ইউপি সদস্য লিঠন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, কার্ডধারীদের মধ্যে যারা কয়েকবার চাল পেয়েছে এবার তাদের না দিয়ে কার্ড নেই কিন্তু দরিদ্র এমন কয়েকজনকে চাল দিয়েছেন তিনি।
ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, কার্ডধারীর চাল অন্যকে দেয়ার বিধান নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি তিনি জানেন। ভুক্তভোগীদের অভিযোগ পেলে মেম্বার ও ডিলারের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তবে আগামীতে এমন হবে না বলে আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান বলেন, কার্ডধারীর চাল অন্যকে দেয়ার কোন বিধান নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে কুড়িগ্রামের ঘোগাদহ ইউপি চেয়ারম্যান মো. শাহ্ আলম মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইউপি সদস্যরা।

গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই ইউনিয়নের সুবিধা বঞ্চিত কর্মহীন নারী-পুরুষসহ ইউপি সদস্যরা অংশ নেয়।

মানববন্ধনে ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: নুরজাহান বেগম অভিযোগ করেন, ইউনিয়নের দিনমজুর, ভ্যানচালক, খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দকৃত জিআর চাল সংশ্লিষ্ট কোন ইউপি সদস্যের সাথে সমন্বয় না করে কোন মিটিং ছাড়াই সদস্যগণের নিকট কোন তালিকা না নিয়েই মনগড়া ভাবে বিতরণ করেছেন। এতে করে প্রকৃত মানুষেরা চাল না পেলেও চেয়ারম্যানের মনোনীত পছন্দের ব্যক্তিরা চাল পেয়েছেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, ফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা মূল্যের চাল চুরি করে খোলা বাজারে বিক্রির করার দায়ে চার বস্তা (১২০ কেজি) চালসহ ডিলার সরোয়ার জাহান বাবুল এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় ধর্মপুর আজাদী বাজার থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ডিলার সরোয়ার জাহান বাবুল ধর্মপুর ইউপির ৪নং ওয়ার্ডের আবিদ বাড়ির বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার সকালে কার্ডধারী নয়- এমন লোকের কাছে চুরি করে বাজার মূল্যে ওএমএস’র চাল বিক্রির সময় সন্দেহ হলে স্থানীয় জনতা বিষয়টি ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শহীদুল ইসলাম আকাশকে জানান। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন ঘটনাস্থলে ছুটে যান। পরে চাল চুরির অভিযোগ প্রমাণিত হলে ডিলার সরোয়ার জাহান বাবুলসহ আরো দুই ব্যক্তিকে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে থানায় নেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, ওএমএস’র চাল চুরির অপরাধে ডিলারসহ তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছি। ডিলারের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় সরকার কর্তৃক গরিব ও দুস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য প্রদত্ত চাল কালোবাজারে (চুরি করে) বিক্রি করায় জনগণের সহায়তায় ফটিকছড়ি থানা পুলিশের হাতে ৪ বস্তা (১২০ কেজি) চালসহ ধর্মপুর ইউপির আজাদী বাজারে ডিলারসহ তিনজন ধরা পড়ে। এ সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে মামলা রজ্জু হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একে আজাদ বাবুল জানান, গ্রেফতারকৃত ওএমএস ডিলার সরোয়ার জাহান বাবুল স্বেচ্ছাসেবক লীগের সাথে সংশ্লিষ্ট নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল

১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ