Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যকর্মী সেজে ডাকাতি সতর্ক পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনা প্রাদুর্ভাবের সময় স্বাস্থ্যকর্মী সেজে নমুনা সংগ্রহ বা আক্রান্ত রোগী শনাক্তে বাসায় ঢুকে ডাকাতির তথ্য পেয়েছে পুলিশ। এমন তথ্য পাওয়ার পর ঢাকা জেলার সকল পুলিশ কর্মকর্তার কাছে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।
বার্তায় লেখা রয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে রাজধানীসহ আশপাশের জেলায় জেলায় পিপিই পরে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ।
ঢাকা জেলার এসপি মারুফ হোসেন সরদার জানান, সম্প্রতি টাঙ্গাইলে এ ধরনের একটি ঘটনার তথ্য পাওয়া গেছে। তাই পুলিশ সদস্য ও ঢাকা জেলাবাসীকে সতর্ক করে একটি বার্তা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সামনে রমজান আসছে। অনেকে রাত পর্যন্ত জেগে থাকবেন। তাই এই সুযোগে অপরাধীরা মাস্ক-অ্যাপ্রোন পরে স্বাস্থ্যকর্মী সেজে অন্যের বাড়িতে প্রবেশ করতে পারে। এজন্য আগাম সতর্কতা নিয়েছি আমরা। রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সতর্ক-পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ