Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুক্তিযোদ্ধাদের মেয়র নাছিরের শুভেচ্ছা উপহার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দারুল ফজল মার্কটে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তিনি এসব শুভেচ্ছা উপহার তাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মরণঘাতী করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের সময়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপদকালীন সময়ে সরকারি ত্রাণ সামগ্রী যাতে অসহায় মানুষের ঘরে ঘরে দ্রুত পৌঁছে যায় সে ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান মেয়র।
এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এ বিএম আজাদ। মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বক্তব্য রাখেন। পরে সিটি মেয়র ও বিভাগীয় কমিশনার নগরভনে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি পরিদর্শন করেন। এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুভেচ্ছা-উপহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ