পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেলওয়ের ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর জমি অবৈধ দখলে রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এর মধ্যে সরকারি ব্যক্তি-প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দখলভুক্ত রয়েছে ৩ হাজার ৪৬৯ দশমিক ০৫ একর জমি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অবৈধ দখলভুক্ত জমির পরিমাণ ৯২২ দশমিক ৩৪ একর।
সংসদে প্রশ্নোত্তরে গতকাল রোববার সংরক্ষিত মহিলা আসনের (৩৯) সংসদ সদস্য বেগম হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। গতকাল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
রেলমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ রেলওয়ের অবৈধ দখলভুক্ত রেলভূমি উেেচ্ছদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। অবৈধ দখলভুক্ত রেলভূমি দখলমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ কর্তৃক স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ের অন্যান্য বিভাগের সহযোগিতা নিয়ে নিয়মিতভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত জুলাই ১৫ হতে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলে মোট ১৬৬.৫৩ একর রেল ভূমি উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
বেগম হাজেরা খাতুনের এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, রেলওয়ের দখলভুক্ত জমি উদ্ধার করে পিপিপির অধীনে এসব জমিতে শপিংমল, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত বা পতিত জমির পরিমাণ ১০ হাজার ৮৬৮ দশমিক ৭২ একর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।