পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। করোনার প্রকোপ কমাতে দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থা। কর্মযজ্ঞ ছেড়ে মানুষ এখন আশ্রয় নিয়েছেন নিজ নিজ ঘরে। এতে স্থবির হয়ে গেছে গোটা বিশ্ব। কিন্তু এতেও থেকে নেই সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যদিও ইতোমধ্যে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন এর ধকল কাটিয়ে উঠছে। কিন্তু নতুন করে হটস্পটে পরিণত হয়েছে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ। করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কোনভাবেই আটকাতে পারছেনা অর্থনৈতিক ও চিকিৎসার দিক দিয়ে অগ্রসরমান এসব দেশ। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছিল ২১ লাখ ২ হাজার ৮১৬জন। আর মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩৬ হাজার ১১৯ জন।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রায় সাড়ে ৬লাখ প্রবাসী বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু এখনো বিপুল সংখ্যক বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। অন্যান্যদের সাথে সাথে তাই করোনায় আক্রান্ত ও মৃত্যুর এই সারি থেকে বাদ পড়ছেন না প্রবাসী বাংলাদেশীরাও। চিকিৎসক, শিল্পী, শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণীসহ অনেকেই করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেই সবচেয়ে বেশি বাংলাদেশী মৃত্যুবরণ করেছে। এ দুটিসহ ইতোমধ্যে ৮টি দেশে অন্তত: ২৭৮জন প্রবাসী বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গতকাল পর্যন্ত এই দেশটিতে ১৪৯জন বাংলাদেশী এই ভাইরাসে মারা গেছেন। এরপরই প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর দিক দিয়ে আছে যুক্তরাজ্য। সেখানে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা না হলেও স্থানীয় বাংলাদেশী ও বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের তথ্য অনুযায়ি অন্তত: ৯৪ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানী। এসব দেশের মধ্যে স্পেনে গত ৮ এপ্রিল পর্যন্ত ৩ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন, ফ্রান্সে ১৫ এপ্রিল পর্যন্ত ৪ জন, ইতালিতে ১২ এপ্রিল পর্যন্ত ৭ জন মৃত্যুবরণ করেন। জার্মানীতেও বাংলাদেশী অনেক শিক্ষার্থী রয়েছেন। এছাড়া সউদী আরবে ১৬ জন, ওমানে ১ জন, কানাডায় ৪জন মৃত্যুবরণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।