পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা সংকট মোকাবেলায় ওআইসিভুক্ত দেশগুলোকে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এরই মধ্যে বাংলাদেশে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের বলেছি, আপনাদের দেশ এ সংকট মোকাবেলায় এগিয়ে আসতে পারে।
তিনি বলেন, ওআইসি একটি বড় প্লাটফর্ম। সকল দেশ যদি একটি অর্থ সহায়তা ফান্ড ক্রিয়েট করে তবে সেটা সমষ্টিগত ভাবে সবার জন্য কল্যাণকর হবে। আমরা এমন একটি ফান্ড গঠন করতে পারলে বড় পরিসরে সংকট মোকাবিলা করতে সক্ষম হবো।
মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা এর আগে বাংলাদেশে ৬ টন খাদ্য সহায়তা প্রদান করেছেন। একই ভাবে ওআইসিভুক্ত দেশগুলো এ সংকট মোকাবেলায় যে ভূমিকা রাখতে পারে সেটি আমরা প্রস্তাব করেছি।
গত সপ্তাহে করোনাভাইরাস নিয়ে সৌদি আরবের জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের মধ্যে জরুরি অনলাইন সভা হয়েছে। সভায় ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর স্বাস্থ্যসেবা বাড়ানোর বিষয়টি আলোচিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।