Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে বিএনপির শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৮:১৭ পিএম

সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোক বার্তায় বলেছেন, বিভিষিকাময় পরিস্থিতিতে মানবতার ডাকে সাড়া দিয়ে চিকিৎসক ডা. মঈন উদ্দীন রোগীদের সেবায় নিজের জীবন উৎসর্গ করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা নজীরবিহীন। আজ বিশ^ব্যাপী এই মহামারীতে বাংলাদেশও যেন অন্তহীন শোকের দেশে পরিণত হচ্ছে। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ডা. মঈনের প্রবল সাহস ও গভীর নিবিষ্টতা সকলের কাছে এক গর্বিত প্রেরণা। জীবনবিধ্বংসী করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে ডা. মঈন নিজের জীবন দিয়ে সর্বোচ্চ যে ত্যাগ স্বীকার করলেন তা মানবতার ইতিহাসের উজ্জল অধ্যায় হয়ে থাকবে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ডা. মঈনের এই ধরণের আত্মদানে একটি জাতির মধ্যে আত্মমর্যাদা, সম্ভ্রম ও মহৎভাব জেগে ওঠে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, নিজে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত ডা. মঈন উদ্দীন রোগীদের সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিকিৎসক সমাজের জন্য এক অনুকরণীয় শিক্ষা হিসেবে পরিগণিত হবে। বিশ^ব্যাপী করোনাভাইরাসের ছোবলে বাংলাদেশও আক্রান্ত। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাঁর এই অবিস্মরণীয় আত্মদান জাতি কোনদিনই বিস্মৃত হবে না। ডা. মঈন জীবনের ঝুঁকি নিয়ে পিছু হটেননি, তিনি নির্ভয়ে রোগীদের সেবা করেছেন। মানবসেবাকেই ডা. মঈন জীবনে অঙ্গীভূত করেছিলেন বলেই রোগীদের সেবা করতে গিয়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুতরাং এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ডাঃ মঈন একজন বীর হিসেবেই জাতির নিকট বিবেচিত হবেন।

 



 

Show all comments
  • মোঃ আইয়ুব আলী বসুনীয়া ১৫ এপ্রিল, ২০২০, ৯:০৭ পিএম says : 0
    আল্লাহ্ তায়ালা ডাঃ মঈন উদ্দীনকে জান্নাতবাসী করুণ।
    Total Reply(0) Reply
  • মোঃ আইয়ুব আলী বসুনীয়া ১৫ এপ্রিল, ২০২০, ৯:০৮ পিএম says : 0
    আল্লাহ্ তায়ালা ডাঃ মঈন উদ্দীনকে জান্নাতবাসী করুণ।
    Total Reply(0) Reply
  • মোঃ আইয়ুব আলী বসুনীয়া ১৫ এপ্রিল, ২০২০, ৯:০৮ পিএম says : 0
    আল্লাহ্ তায়ালা ডাঃ মঈন উদ্দীনকে জান্নাতবাসী করুণ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপির শোক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ