পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জঙ্গিবাদ দমনে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি জঙ্গিবাদ দমন করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের প্রস্তুতি উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মিয়া, ডা. দিলীপ কুমার রায়, আব্দুল হক সবুজ, মসিউর রহমান মোল্লা, রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
কামরুল ইসলাম বলেন, আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে পাড়া, মহল্লায় সামাজিকভাবে, পারিবারিকভাবে আন্দোলন গড়ে তুলি। যদি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, আমরা যদি সচেতন হই, তাহলে জঙ্গিবাদ প্রতিরোধে আমরা সফল হবোই।
তিনি বলেন, গুলশানে হামলার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের নতুন মাত্রা যোগ হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমর্যাদা নষ্ট করার জন্য এই নতুন ষড়যন্ত্র।
কামরুল বলেন, কঠোর হাতে এ ধরনের সন্ত্রাসী কর্মকা- দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বর্ধিত সভায় শাহে আলম মুরাদ আগামী সাত দিনের মধ্যে মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নে জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করতে নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কমিটি শুধু আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠন করবেন না। স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই কমিটি গঠন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।