Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলি ক্রিসেন্টে হবে করোনা চিকিৎসা

মেয়র নাছিরের পরিদর্শন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

নগরীর জাকির হোসেন রোডে হলি ক্রিসেন্ট হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসার জন্য চালু করা হচ্ছে। একশ’ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে আছে ভেন্টিলেটরসহ ২০ বেডের আইসিইউ ইউনিট। গতকাল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, করোনা রোগীদের সেবা দিতে আধুনিক ও প্রযুক্তিগত উৎকর্ষ ও সক্ষমতা অর্জনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি এ উদ্যোগের জন্য চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। আগামী ২৫ এপ্রিল এ হাসপালটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।
এ সময় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলি-ক্রিসেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ