Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ১২০ যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে অকারণ ঘোরাফেরা ও আড্ডারত ১২০ যুবককে পাকড়াও করেছে সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
আটক ১২০ জনের মধ্যে ১০৭ জনকে ঘর থেকে আর বের না হওয়ার শর্তে শপথ করিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি ১৩ জনকে ২ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় জনগণকে ঘরে থাকার জন্য মাইকিং করা হয়। পাশাপাশি বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১২০-যুবক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ