Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সাংবাদিক মহরমের ওপর হামলা গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

নগরীর বক্সিরহাটে করোনা দুর্যোগকে পুঁজি করে দ্বিগুণ দামে পণ্য বিক্রির প্রতিবাদ করায় সাংবাদিক নেতা মুহাম্মদ মহরম হোসাইনের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে নওশাদ আলী খানকে (৬৫) বৃহস্পতিবার রাতে জেল রোড থেকে এবং আগের দিন বক্সিরহাট থেকে গ্রেফতার হন স্বপন কুমার সাহা (৫২)। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুইজন এজাহারভূক্ত আসামি, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার মশলা কিনতে গিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করায় হামলার শিকার হন তিনি।

এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ