পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনার ভয়াল মহামারীর মধ্যে কর্ণফুলী নদীতে ‘ছুটির আনন্দ’ কাটাতে নৌভ্রমণে বেরিয়েছিলেন ২৬ জন যুবক তরুণ। ছোট্ট নৌকায় গাদগাদি করে বসে ছিলেন তারা।
এ খবর পেয়ে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় নৌকাটি আটক করেন ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। তিনি জানান, এসএন শিপিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের জাহাজ কর্ণফুলী নদীতে নোঙ্গর করা ছিল। গত বুধবার বিকেলে তাদের ২৬ জন কর্মচারী ওই নৌকায় ভ্রমণে বের হন, নৌকার ধারণ ক্ষমতা আটজনের।
প্রতিষ্ঠানের প্রতিনিধি দোষ স্বীকার করেন। তাদের ২০ হাজার টাকা, নৌকার মালিককে ৫ হাজার টাকা এবং নৌকায় থাকা যাত্রীদের ২ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। নৌকাটিও জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।