Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শবে বরাত চাটগাঁবাসীর প্রশান্তির আবহ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

পবিত্র শবে বরাত পালনের ব্যাপক প্রস্তুতি চলছে চট্টগ্রামে। মহান আল্লাহর দরবারে গুনাহ মুক্তি আর রহমত কামনায় আকুতি জানাতে ব্যাকুল লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র এ রজনীতে করোনা থেকে মুক্তি পেতে সবাইকে দোয়া করতে বলেছেন।
চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ। গভীর ধর্মানুরাগী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য থেকে চট্টলবাসী ধর্মীয় মনোবল আরও চাঙ্গা ও মজবুত করে নিংড়ে নিয়েছেন যেন। করোনা দুর্যোগে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কে থাকা মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রশান্তি খুঁজে পেয়েছেন। পবিত্র শবে বরাতের প্রস্তুতিতে অনেকে নফল রোজা রাখছেন। বাসাবাড়িতে চলছে নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া দরূদ, তাওবা ইস্তেগফার। নারী, পুরুষ ও বয়স্কদের পাশাপাশি শিশু-কিশোরাও নামাজ আদায় করছে, কোরআন তিলাওয়াত, দোয়া দরূদে মশগুল সবাই। আল্লাহর কাছে করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি-পানাহ লাভের জন্য আজ এই পবিত্র রজনীতে আকুল দোয়া নিবেদন করবে চট্টগ্রামবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ