পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাধারণ ছুটির সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা কেন্দ্রীয় ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কার্যক্রমও সীমিত পরিসরে চালু থাকবে। নোভেল করোনাভাইরাসের বিস্তার রোধে যতদিন সাধারণ ছুটি থাকবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ততদিন গ্রাহকদের সুবিধার্থে সীমিত পরিসরে বিএসিএইচ খোলা রাখবে বাংলাদেশ ব্যাংক।
গত সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলিতে বিএসিএইচ খোলা থাকবে। এর আগে গত ২ এপ্রিল এক নির্দেশনায় বলা হয়েছিল, বিশেষ প্রয়োজনের লেনদেন করার জন্য উচ্চ মহল এক ঘণ্টা ও সাধারণ মহলের চেকের দেড় ঘণ্টা ক্লিয়ারিং করবে বিএসিএইচ। ৫ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক বেলা ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর দেড়টার মধ্যে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলিতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।