Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাটা বাণিজ্যিক গাড়ি নির্মাণে শীর্ষ তিনে থাকতে চায়

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক ঃ ভারতের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা টাটা মোটরস দেশীয় শ্রেষ্ঠত্বের গন্ডি থেকে বেরিয়ে আসতে চাইছে। কোম্পানিটির লক্ষ্য এবার বিশ্বের শীর্ষ তিন বাণিজ্যিক গাড়ি নির্মাতার একটিতে পরিণত হওয়া। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি চলতি বছর উল্লেখযোগ্য সংখ্যক নতুন গাড়ি বাজারে ছাড়বে। ৭১তম বার্ষিক প্রতিবেদন প্রকাশকালে শেয়ারহোল্ডারদের উদ্দেশে প্রতিষ্ঠানটির শীর্ষ দুই কর্মকর্তা এমনটি জানিয়েছেন। টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি বলেন, চলতি বছর আমাদের জন্য প্রবৃদ্ধি, পরিবর্তন ও বাজারজাতকরণের দিক থেকে মাইলফলক হয়ে দাঁড়াবে। ব্যয় সাশ্রয়কে প্রাধান্য দিয়ে আমরা উল্লেখযোগ্য সংখ্যক নতুন গাড়ি বাজারে ছাড়ব।’ এদিকে টাটা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গুন্টার বুটশেক বলেছেন, আমরা বাণিজ্যিক যানের দিক থেকে বিশ্বে ও যাত্রীবাহী গাড়ির দিক থেকে ভারতে শীর্ষ তিনের মধ্যে আসতে চাই আমাদের পরিকল্পনা হলো উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন প্লাটফর্ম তৈরি ও প্রচলিত প্রযুক্তিগুলোর উন্নয়ন নিশ্চিত করা। ভারতে যাত্রীবাহী গাড়ি ও এসইউভির বাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে চাইছে টাটা মোটরস। এ খাতের তৃতীয় স্থানটি নিশ্চিতকরণ প্রতিষ্ঠানটির পরিকল্পনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় নতুন গাড়ি বাজারজাতকরণের মাধ্যমে শীর্ষ দুই কোম্পানি মারুতি সুজুকি ও হুন্দাই নিজেদের অবস্থান আরো সংহত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাটা বাণিজ্যিক গাড়ি নির্মাণে শীর্ষ তিনে থাকতে চায়
আরও পড়ুন