পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কেহ পার (পাচ্ছে), আর কারও খালি হাত। সরকার কী দিচ্ছে? রাস্তাঘাটে দেখছি আল্লাহওয়ালারা দান, সদকা করছেন। শুধু ডাল, চাল দিয়ে বা কী হয়। চাল রান্না করে খাওয়ার জন্য তো তেল, মসলা, তরকারিও লাগে। এভাবে ক্ষোভের সাথে নিজের অভিজ্ঞতা জানালেন রিকশাচালক আবদুল করিম। নোয়াখালীর সেনবাগের বাসিন্দা মধ্যবয়সী এ রিকশাচালকের সাথে গতকাল বৃহস্পতিবার বিকেলে কথা হয় নগরীর লাভলেইনের মুখে। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে বাকলিয়া বৌবাজারের বস্তিতে থাকেন তিনি। করোনা সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে লাখ লাখ খেটে খাওয়া মানুষের মত তিনিও প্রায় কাজ-কর্মহীন। সংসার চালাতে প্রতিদিন রিকশা নিয়ে বের হন। তবে আয় আগের তুলনায় নেমে এসেছে তিনভাগের একভাগে। নগরীতে গত কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। কী পেয়েছেন প্রশ্ন করতেই ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।