Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ দলকে জনগণের পাশে থাকার আহ্বান নজরুল ইসলাম খানের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৮:১৪ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বের সকল ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশার মানুষ আজ এক দুঃসহ সংকট মোকাবেলা করছে। বাংলাদেশে এই মহামারির ব্যাপকতা ক্রমেই বাড়ছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনজীবন বিপর্যস্ত ও স্থবির হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। তিনি জনগণকে স্বাস্থ্য সচেতন করা, রোগ প্রতিরোধে সক্ষম হতে সাহায্য করা এবং দরিদ্র জনগণকে খাদ্য, চিকিৎসা সহায়তা প্রদানের আহবান জানিয়ে বলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থা এবং দেশের স্বাস্থ্য বিভাগের পরামর্শ মানতে হবে।

এই দুঃসময়ে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শ্রেণী-পেশার সংগঠন অর্থাৎ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবেলা করার আহŸান জানিয়ে নজরুল ইসলাম বলেন, করোনার প্রভাব ও বিস্তৃতি সম্পর্কে প্রকৃত তথ্য প্রকাশে এবং এই মহা দুর্যোগ মোকাবেলায় সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্য ও বাস্তবতার পার্থক্যে জনগণ ক্ষুদ্ধ এবং এই মহামারি প্রতিরোধে যথাসময়ে যথাযোগ্য প্রস্তুতি গ্রহণে সরকারী উদ্যোগের অভাবে বিপন্ন।



 

Show all comments
  • *হতদরিদ্র দীনমজুর কহে* ১ এপ্রিল, ২০২০, ৮:৪৪ পিএম says : 0
    দেশের এই মহামারী অবস্থায় সবাই ই সাহায্যের হাত বাড়িয়ে দিন।মানুষ বাচঁলে দেশ।দেশ বাচঁলে রাজনীতি নেতৃত্ব কর্তৃত্ব।
    Total Reply(0) Reply
  • দরিদ্র জনগণ ১ এপ্রিল, ২০২০, ৯:৩৪ পিএম says : 0
    দরিদ্র জনগণকে খাদ্য, চিকিৎসা সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ