Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যকর্মীদের পিপিই দেবে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৯:২০ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও জরুরি সেবায় নিয়োজিতদের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) দেবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। সোমবার (৩০ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইতোমধ্যে এক চিঠিতে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সংগঠনটির সদস্যভুক্ত সারা দেশের সব চেম্বার ও বাণিজ্য সংগঠনগুলোকে জানিয়েছেন, সুরক্ষা সরঞ্জামের একটি চালান চীন থেকে দেশের পথে আছে। আমদানিকৃত এসব সরঞ্জাম এ মাসের মধ্যেই দেশে পৌঁছাবে। সরঞ্জামগুলো ডাক্তার, নার্সসহ করোন মোকাবিলায় জড়িত জরুরি সেবায় নিয়োজিত অন্যদের প্রদান করা হবে।

চিঠিতে শেখ ফাহিম এফবিসিসিআই সদস্যভুক্ত চেম্বার ও সংগঠনকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দিয়েছেন, যেন ভারসাম্য বজায় রেখে তারা প্রয়োজনীয় সহযোগিতা করতে পারেন। শেখ ফাহিম বলেন, বর্তমান সংকটে এফবিসিসিআই এর সব সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, এ মাসেই সুরক্ষা সরঞ্জামের চালানটি চলে আসবে। আমাদের পরিচালকরা একটি সহযোগিতা তহবিল গঠন করেছেন। সরকারের সঙ্গে আমরা সহযোগিতার ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করবো। ব্যবসায়ীদের অনেকে এবং বেশ কিছু কোম্পানি নিজ উদ্যোগে ইতোমধ্যে এগিয়ে এসেছে বলে তিনি জানান।

জাতীয় নানা দুর্যোগে বেসরকারি খাত সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমান এই সংকটের মুহুর্তেও বেসরকারি খাত এগিয়ে এসেছে। সুনামগঞ্জ চেম্বারসহ বিভিন্ন চেম্বার ও রিহ্যাবের মতো সংগঠন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও খাদ্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। অন্যরাও একইভাবে এগিয়ে আসছে।

 

বর্তমানে দেশের ১০৬টি চেম্বার, ৪০২টি বাণিজ্য ও শিল্পখাত সংশ্লিষ্ট সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য। তাছাড়া একশটির বেশি বিদেশি সংগঠনের সঙ্গে এফবিসিসিআইয়ের সহযোগিতার সম্পর্ক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ