পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা চলছে। সেখানে লাখ লাখ মানুষের প্রাণ রক্ষায় সাহায্য প্রয়োজন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত রোববার এ সতর্ক বার্তা দিয়েছেন। ইথিওপিয়ায় অন্তত ১ কোটি ২০ লাখ মানুষের খাদ্য সহায়তার প্রয়োজন। জাতিসংঘ সতর্ক করে বলেছে, কয়েক মাসের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। এর ফলে দেশটির এক পঞ্চমাংশ লোক অনাহারের সম্মুখীন হবে ।
এল নিনোর প্রভাবে বন্যা ও অনাবৃষ্টির কারণে আফ্রিকার একটি বড় অংশের বিপুল সংখ্যক লোক অভূক্ত থাকার ঝুঁকি বেড়ে গেছে। বিশেষত ইথিওপিয়া বিশেষ উদ্বেগের কারণ। ইথিওপিয়ার রাজধানীতে সাংবাদিকদের উদ্দেশ্যে মুন বলেন, ‘এ দেশের মানুষ ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার সম্মুখীন হয়েছে। সরকারের একার পক্ষে এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করা কঠিন।’
ইথিওপিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দেমেক মেকোনেন সতর্ক করে বলেছেন, তার দেশের এখন যেই পরিমাণ অর্থের প্রয়োজন সে তুলনায় অর্ধেকের ও কম অর্থ রয়েছে। বর্তমানে ইথিওপিয়ার ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। Ñসূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।