Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে সমুদ্রে ডুবে ১৩ কলেজশিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের একটি সমুদ্র সৈকতে ডুবে গিয়ে নিহত হয়েছে ১৩ কলেজশিক্ষার্থী। এদের মধ্যে ১০ জন ছাত্রী ও তিনজন ছাত্র। গতকাল আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সেখানে যায় তারা। এখনো বেশ ক’জন নিখোঁজ রয়েছেন।
১৩ জনের প্রাণহানি নিশ্চিত হলেও বেঁচে গেছেন পাঁচ শিক্ষার্থী। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল পুনের আবিদা ইনামদার কলেজের ১১৫ শিক্ষার্থী সমুদ্র ভ্রমণে যান। এসময় এদের কেউ কেউ সৈকতের বিপজ্জনক সীমা ছাড়িয়ে যান। তখনই সমুদ্রের ঢেউ ১৩ জনকে ভাসিয়ে নেয়। অন্য শিক্ষার্থীদের চিৎকারে উদ্ধারকারীবাহিনী এসে পাঁচজনকে জীবিত অবস্থায় তীরে আনে। তবে বাঁচাতে পারেনি ওই ১৩ জনের প্রাণ। পরে সৈকত থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকলকর্মীরা। Ñসূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে সমুদ্রে ডুবে ১৩ কলেজশিক্ষার্থীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ