পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম বন্দরে খালাস পণ্য সারাদেশে পৌঁছে দিতে প্রতিদিন চলাচল করছে ৬ টি ট্রেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে যান চলাচল বন্ধ থাকায় দেশে যাতে ভোগ্যপণ্যের সঙ্কট সৃষ্টি না হয় সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। রেলওয়ের পরিবহন বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন পণ্য আসছে। এতে তেলবাহী বিভিন্ন কন্টেইনার যেমন আছে, তেমনি আসছে বিভিন্ন খাদ্যপণ্যও। এসব পণ্য খালাস হওয়ার পর ৬ টি ট্রেনে সারাদেশে পাঠানো হচ্ছে।
এখন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় কোনো রকম শিডিউল বিপর্যয় ছাড়া এসব মালবাহী ট্রেন গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আগে যেখানে ৩ থেকে ৪টি মালবাহী ট্রেন চলতো, এখন কোনোদিন ৮টি আর কোনোদিন ৫- ৬টি ট্রেন চলাচল করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।