পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকা অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আমরা আশা করব, খালেদা জিয়া এখন প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর ব্যাপক বিস্তার রোধে বাংলাদেশ যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে। ২৭ রাষ্ট্রের এই জোটের ব্রাসেলসস্থ ইইউ হেড কোয়ার্টারের মুখপাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতিক্রিয়ায় জানান, ২৫ মার্চ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানায়। ইইউ এবং তার মানবাধিকার বিষয় বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর নিয়মিতভাবে তার মুক্তির আহবান জানিয়েছেন। দু’ বছরের জেলজীবনে তার স্বাস্থের মারাত্মক অবণতি হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়- ইউরোপীয় ইউনিয়ন আশা করে- এখন বেগম জিয়া তার প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারবেন। ব্রাসেলসের বিবৃতিতে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং বিচার বিভাগের স্বাধীনতায় ইউরোপীয় ইউনিয়নেরর দৃঢ় সমর্থনের বিষয়টি পূনর্ব্যক্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।