পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার ঃ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ায় তৈরি হওয়া অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল স্বর্ণের বাজার। গত সাত সপ্তাহের মধ্যে বড় ধরনের দরপতনের পর গতকাল বুধবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রেক্সিটকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার পর বিশ্বের পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরতে শুরু করে। আর পুঁজিবাজারের পাশাপাশি চাঙ্গা হতে শুরু করেছে স্বর্ণের বাজারও।
খবর অনুসারে বিশ্ববাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ মার্কিন ডলারে।
মঙ্গলবার ১ দশমিক ৭ শতাংশ দরপতনের পর তা এসে দাঁড়িয়েছিল ১ হাজার ৩২৯ মার্কিন ডলার; যা গত ২৪ মের পর সর্বনিম্ন আউন্সপ্রতি মূল্য। মার্কিন বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৩৮ মার্কিন ডলার। মঙ্গলবার এর দাম পড়ে গিয়েছিল ১ দশমিক ৬ শতাংশ।
বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্টের হাতে থাকা স্বর্ণের পরিমাণ মঙ্গলবার ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৯৬৫ দশমিক ২২ টনে এসে দাঁড়ায়। ২০১৫ সালের ২ ডিসেম্বরের পর এটাই ছিল একদিনে সবচেয়ে বড় পতন। বিশ্ববাজারে স্বর্ণের পাশাপশি রুপার দামও বেড়েছে। আউন্সপ্রতি শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ২৯ মার্কিন ডলার।
আগের দিনে প্রথমবারের মতো প্লাটিনামের দামও পড়ে যায়; যা ছিল গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মূল্য। গতকাল আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯১ মার্কিন ডলার হয়েছে প্লাটিনামের দাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।