Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুরোধে কাজ হচ্ছে না, কঠোর পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৯:৫১ এএম

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে বারবার ঘোষণার পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। সারাদেশের হাটবাজার ও টোংদোকানে এখনও মানুষকে আড্ডা আর খোশগল্পে মেতে উঠতে দেখা যাচ্ছে। বাধ্য হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে পুলিশকে কঠোর হতে দেখা গেছে। কোথাও কোথাও লাঠিচার্জ করে মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে। দোকানপাট বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানী ও দেশের বিভিন্ন নগর, এলাকা, হাটবাজারে পুলিশকে টহল দিতে দেখা গেছে। অপ্রয়োজনীয় দোকান বন্ধ করে দিয়েছে। এছাড়া বাইরে হাঁটাহাঁটি ও আড্ডারত মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে।

ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা যেসব বাড়িতে প্রবাসী রয়েছেন, সেসব বাড়িতে ব্যানার টাঙিয়ে দিয়েছে।

শেরেবাংলা নগর থানা বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছে। রাস্তার পাশের টোংদোকান না খোলার জন্য অনুরোধ করেছে।

এছাড়াও ডিএমপির তেজাগাঁও বিভাগের আদাবর, মোহাম্মদপুর এলাকায় পুলিশ হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা দিয়ে মানুষকে বাসায় থাকার আহ্বান জানিয়েছে। দুই-একটি সড়কে লাঠিচার্জও করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা মহানগর পুলিশ জলকামান দিয়ে মহানগরীতে জীবানুনাশক ছিটাবে। প্রতিদিন দুই বেলা করে শহরে পুলিশ নিজ উদ্যোগে এ জীবানুনাশক ছিটাবে।

অপরদিকে, গুলশান, বনানী, ধানমন্ডির বিভিন্ন সড়ক ও হাউজিংয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিভিন্ন জেলা প্রশাসক জেলায় জেলায় নিজেরাই মাইকিং করে নাগরিকদের ঘরে থাকতে বলেছেন। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শহরের বিভিন্ন সড়কে মাইকিং করে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেন।

দিনে এই ঘোষণার পর সন্ধ্যায় মানুষকে শরহরের বিভিন্ন সড়কে ও চায়ের দোকানে অপ্রয়োজনে আড্ডা দিতে দেখা যায়। এরপর রাতে পুলিশ নামে। পুলিশ সদস্যরা একযোগে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে সবাইকে দ্রুত বাসায় যেতে বলেন। এ সময় মৃদু লাঠিচার্জও করতে দেখা যায়।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‌‌‘করোনা ভাইরাস মোকাবিলায় সবাই ঘরে অবস্থান করুন।’ এই সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক কিংবা গুজব না ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।



 

Show all comments
  • Maruf Maruf ২৫ মার্চ, ২০২০, ১২:২৭ পিএম says : 0
    অনুরোধে কাজ তো হবে না।অন্য কিছু প্রয়োগ করা হোক। গ্রামের দিকে কঠোর নজরদারি বাড়ান। বিশেষ করে চা দোকান বন্ধ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।এখান থেকে আতংক ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়।
    Total Reply(0) Reply
  • Noor Monshi ২৫ মার্চ, ২০২০, ১২:২৭ পিএম says : 0
    বিনা প্রয়োজনে ঘরের বাহিরে আসলে পিটিয়ে চামড়া তুলে নেওয়া দরকার, সবাই এক এক জন বিশেষজ্ঞ! অনেকে করোনা ভাইরাস না ব্যাকটেরিয়া তা জিজ্ঞাসা করলে চিন্তায় পড়ে আবার তারাই এসব নিয়ে বিশদ আলোচনায় লিপ্ত হয়।
    Total Reply(0) Reply
  • Zaman Sharkar ২৫ মার্চ, ২০২০, ১২:২৭ পিএম says : 0
    যারা নিয়ন্ত্রণ করবে আগে তাঁদেরকে সুরক্ষিত করা হোক ভালভাবে নয়লে সব ভেস্তে যাবে।
    Total Reply(0) Reply
  • Jonayet Hossain ২৫ মার্চ, ২০২০, ১২:২৮ পিএম says : 0
    মোঃপুর,শেরশাহ শূরি রোড এর অনেক দোকান খোলা।
    Total Reply(0) Reply
  • Simul Hussain ২৫ মার্চ, ২০২০, ১২:২৮ পিএম says : 0
    আগে পরিবহন বন্ধকোরে পরে ছুটি ঘোষনা করার দরকারছিলো,,,
    Total Reply(0) Reply
  • Rezwanur Rahman Khan ২৫ মার্চ, ২০২০, ১২:২৮ পিএম says : 0
    স্কুল-কলেজ মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বাস ট্রেন লঞ্চ ষ্টীমারসহ গণপরিবহন বন্ধ না করে টানা দশদিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্তই অদুরদর্শী ও আত্মঘাতী।
    Total Reply(0) Reply
  • Sagor Sardar ২৫ মার্চ, ২০২০, ১২:২৮ পিএম says : 0
    লক ডাউন ঘোষণা করে গণপরিবহন চালু মানে প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে সুপারওম্যান সাজা!
    Total Reply(0) Reply
  • Kabir Ahmed Sumon ২৫ মার্চ, ২০২০, ১২:২৮ পিএম says : 0
    আমরা সেই জাতি, যাদের মু্খের কথায় কাজ হয় না, আমাদের দরকার লাঠির বারি, তাহলে আমরা আইন মানতে বাধ্য।
    Total Reply(0) Reply
  • Nazmul Huda ২৫ মার্চ, ২০২০, ১২:২৯ পিএম says : 0
    দেশে জরুরী অবস্থা জারি করে সেনাবাহিনীকে ম্যাজেষ্ট্রেটি পাওয়ার দেওয়া হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ