Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকমিশনে অনাড়ম্বরভাবে পাকিস্তান দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৮ এএম

ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন অনাড়ম্বরভাবে ঐতিহাসিক পাকিস্তান সংবিধান অনুমোদনের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। দিবসটিতে, পাকিস্তান হাই কমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে উপস্থিত ছিলেন পাকিস্তানি কূটনীতিকগণ।

অনুষ্ঠানে, হাই-কমিশনার এইচ.ই. ইমরান আহমেদ সিদ্দিকী, জাতীয় পতাকা উত্তোলনকালে জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। হাই-কমিশনার পাকিস্তান দিবসের এই শুভক্ষণে পাকিস্তানীদের অভিনন্দন জানান। ক্বায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহর উত্থাপিত নিষ্ঠা, ঐক্য ও শৃঙ্খলা অমীয় নীতি অনুসরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ২৩ মার্চ আমাদের প্রিয় দেশকে সেবা করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত ও পুনঃসজ্জনের দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান-দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ