Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে মূল্য সূচকের উত্থান

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবশেষে টানা ৮ দিনের দরপতনের পর মূল্য সূচকের উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৯.৫৩ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪৫৬০.৪২ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। গত ৮ দিনের টানা দরপতনে সূচক কমেছিল ১৫৭ পয়েন্ট।
বাজার পরিস্থিতি নিয়ে একটি বেসরকারি সম্পদ ব্যবস্থাপক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাজারের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট রয়েছে। টানা ৮ দিনের দরপতনের পর বাজারে সূচক বাড়লেও এতে আশান্বিত হওয়ার মতো কোনো কিছু হয়নি। বাজারে লেনদেন পরিস্থিতি খুবই খারাপ। বর্তমান বাজারে ৪০০ কোটি টাকার কম লেনদেন হচ্ছে, এটি মোটেও স্বাভাবিক নয়।
সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, বীমা, জ্বালানি, ওষুধ, বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে প্রকৌশল খাতের। ব্যাংকিং খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে সোমবারও ডিএসইতে ৪০০ কোটি টাকার কম লেনদেন হয়েছে। শুধু তাই নয়, রোববারের তুলনায় ৩ কোটি টাকা কম লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৪৯ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে এ্যাপোলো ইস্পাত। দিন শেষে কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা। ১৩ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফু ওয়াং সিরামিকস।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস, এমারল্ড অয়েল, খুলনা পাওয়ার কোম্পানি।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩১.৪৪ পয়েন্ট বেড়ে দিন শেষে ৮৫২৯.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে মূল্য সূচকের উত্থান

২ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ