Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাথে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না স্বজনরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০০ এএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্য ও স্বজনরা সাক্ষাতের অনুমতি পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল খবির খান জানান, পরিবারের কয়েকজন সদস্য গত ৭ মার্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। এরপর ১৮ মার্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্বাক্ষরে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু অদ্যাবধি সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। তিনি জানান, দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন যারা সাক্ষাত চেয়েছেন তারা হলেন- ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের বউ কানিজ ফাতেমা, বড় বোন সেলিনা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদন্ড দেয়া হয়। ওই দিনই তাকে নাজিমউদ্দিন রোডে অবস্থিত সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। বর্তমানে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন। দলের চেয়ারপারসনের মুক্তি দাবিতে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এসব কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবস্থান ও অনশন, গণস্বাক্ষর, স্মারকলিপি প্রদান, কালো পতাকা প্রদর্শন, লিফলেট বিতরণ, জনসভা, আলোচনাসভা এবং প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করে বিএনপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ