Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুতবায় নজরদারি নিয়ন্ত্রণের জন্য নয় নৌমন্ত্রী

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে মসজিদে খুতবার ওপর নজরদারি খুতবা নিয়ন্ত্রণ করতে নয় বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জঙ্গি অপশক্তিকে প্রতিহত করার লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধপরাধ গণবিচার আন্দোলন এ সংবাদ সম্মেলন করে। এসব সংগঠনের আহ্বায়ক শাজাহান খান।
শাজাহান খান বলেন, একটি মহল মসজিদে খুতবার ওপর নজরদারি নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আসলে সব মাওলানা জঙ্গিবাদের বিরুদ্ধে নয়। তাই খুতবা পড়ার সময় কোনো জঙ্গিবাদ নিয়ে কোনো ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে কি না তার ওপর নজরদারি রাখা হবে, খুতবা নিয়ন্ত্রণ করতে নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জনগণকে জঙ্গিবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে আগামী ১৩ জুলাই বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং আগামী ১৯ জুলাই থেকে তিন মাসব্যাপী ঢাকাসহ জেলা পর্যায়ের সকল শ্রেণীপেশার মানুষের সঙ্গে মত বিনিময়সহ নানা কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মাতৃভূমিকে কখনই ধর্মান্ধ খুনি স্বাধীনতাবিরোধীদের কাছে জিম্মি হতে দেব না। আমরা মুক্তিযোদ্ধা এবং আমাদের ধমনীতে প্রবহমান বীর মুক্তিযোদ্ধাদের রক্ত। আমরা দেশের সকল শান্তিকামী মানুষকে সঙ্গে নিয়ে এই জঙ্গি অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে চাই এবং পবিত্র মাটি থেকে তাদের চিরতরে উচ্ছেদ করতে আমরা বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ইসমত কাদের গামা, অভিনেত্রী রোকেয়া প্রাচী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুতবায় নজরদারি নিয়ন্ত্রণের জন্য নয় নৌমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ