Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃক্ষমানবের পাশে বিশ্বস্বাস্থ্য সংস্থা

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বৃক্ষমানব নামে বিরল রোগে আক্রান্ত খুলনার দরিদ্র যুবক আবুল বাজানদারের সুচিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এই যুবকের সুচিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ড প্রধান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটের ডা. সামন্ত লাল সেন গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, সকালে (সোমবার) বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশি প্রতিনিধি প্যারানির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে আবুলের রক্ত, লালা ও আক্রান্ত মাংসপিন্ডের টিস্যুর বায়োপসির নমুনাসহ তিন ধরনের নমুনা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাঠানোর ব্যাপারে সহায়তা কামনা করলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে মৌখিকভাবে প্রতিশ্রুতি দেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগের কারণ জানতে চাইলে ডা. সেন জানান, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউএসসি নরিস কমপ্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের মলিক্যুলার মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি অ্যান্ড গাইনি অ্যান্ড অবসট্রেনিকস্-এর প্রফেসর ডা. ডব্লিউ মার্টিন গাস্ট আবুলের চিকিৎসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ই-মেইল পাঠান। ই-মেইলে তিনি আবুলের রোগব্যাধি শনাক্তকরণে রক্ত, লালা ও মাংসপি-ের নমুনা তার কাছে পাঠাতে অনুরোধ করেছেন।
মার্টিন গাস্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তিনি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
গতকাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, পাঁচতলার পশ্চিমদিকের যে কেবিনে মা ও বোনের সঙ্গে আবুল রয়েছেন, সে কক্ষের বাইরে একজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছেন। কাউকে ভিতরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি ডা. সেনের অনুমতি নিয়ে তারপর আসতে বলছেন।
ডা. সেন জানান, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের আনাগোনায় আবুল বিরক্ত হচ্ছেন। বার বার একই প্রশ্নের জবাব দিতে দিতে হাঁপিয়ে উঠছেন। এ জন্য সাক্ষাতের সুযোগ কমানো হয়েছে বলে তিনি জানান। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষা গতকাল শুরু হয়েছে। তবে অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের হাসপাতালে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, আবুল গত প্রায় এক দশক যাবত এই রোগে ভুগছেন, এর ফলে তার দুই হাত ও পায়ের কিছু অংশ বিকৃত হয়ে অনেকটা গাছের শেকড়ের মতো রূপ নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃক্ষমানবের পাশে বিশ্বস্বাস্থ্য সংস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ