Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় সন্দেহভাজন চার যুবক পুরোহিতকে খোঁজা নিয়ে তোলপাড়

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার কেন্দ্রীয় কালীমন্দিরে সন্দেহভাজন ৪ যুবক পুরোহিতকে খোঁজার ঘটনা নিয়ে মাগুরায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪ যুবককে না পেলেও ১০ জনকে আটক করেছে। মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, সোমবার রাত ১০টার দিকে তিনি খবর পান পায়জামা- পাঞ্জাবি পরা দাড়িওয়ালা ৪ যুবক সন্ধ্যার পর ব্যাগ হাতে মাগুরা শহরের নতুন বাজারে অবস্থিত কালীমন্দিরে প্রবেশ করে। সন্দেহভাজন যুবকদের তিনজন বাইরে থাকে অপর একজন ভেতরে প্রবেশ করে তাবিজ ও তদবির নেয়ার কথা বলে মন্দিরের সামনে থাকা দর্শনার্থীদের কাছে পুরোহিত পরেশ মজুমদারের খোঁজ করেন। পুরোহিত সকালে আসবে জানালে সে মন্দিরের থামের আড়ালে গিয়ে মোবাইল করতে থাকে। এতে সন্দেহ বাড়তে থাকে। একপর্যায়ে উক্ত যুবক মন্দিরের বাইরে এসে তার হাতের ব্যাগ বাইরে থাকা সঙ্গীদের কাছে রেখে আবার মন্দিরের ভেতরে প্রবেশ করে পুরোহিতকে খোঁজ করে। না পেয়ে সঙ্গীদের নিয়ে মন্দিরের পশ্চিম দিকে চলে যায়। পুলিশ খবর পেয়ে মন্দিরের গেটের ভেতরে লাগানো সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে রাতভর তাদের আটক করতে অভিযান চালায়। এ ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়। পুলিশ মাগুরার গুরুত্বপূর্ণ সব মন্দিরে বিশেষ নজরদারি এবং কোনো কোনো মন্দিরে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় সন্দেহভাজন চার যুবক পুরোহিতকে খোঁজা নিয়ে তোলপাড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ